যেই থানা উদ্বোধন করেছিলেন, সেই থানাতেই বেধড়ক মার খেলেন সচিনের সুপার ফ্যান সুধীর গৌতম
বাংলা হান্ট ডেস্ক: গত বৃহস্পতিবার একটি দুর্ভাগ্যজনক ঘটনার সম্মুখীন হলেন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের বিখ্যাত ফ্যান সুধীর গৌতম। মুজফ্ফরপুর জেলার টাউন থানা এলাকায় এক পুলিশকর্মী তাঁকে অশ্লীলভাষায় গালিগালাজ এবং মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরেই তিনি টাউন থানার DSP রামনরেশ পাসোয়ানকে গোটা বিষয়টি সম্পর্কে জানান এবং একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে DSP … Read more