চলে গেলেন তেলেগু কমেডি অভিনেতা ভেনু মাধব।
বাংলা হান্ট ডেস্ক:তেলুগু কমেডি অভিনেতা ভেনু মাধব লিভারের অসুস্থতায় আক্রান্ত হয়ে গতকাল(25 সেপ্টেম্বর) বিকেলে সন্ধে 12: 21 মিনিটে সেকান্দ্রাবাদের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে ভেন্টিলেটারে রাখা হয়েছিল।কিন্তু শেষ পর্যন্ত করা যায়নি শেষ রক্ষা।মিমিক্রি শিল্পী হিসাবে তাঁর কেরিয়ার শুরু করা ভেনু … Read more