টাইমলাইনবিনোদন

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন করিনা, ভাইকে দেখে কি প্রতিক্রিয়া ছিল তৈমুরের?

বাংলাহান্ট ডেস্ক: সকাল সকালই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। ফের পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। বড় দাদা হয়েছে তৈমুর (taimur)। খুশি করিনার বাবা বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুরও। ছোট্ট ভাইকে প্রথম বার দেখে কি প্রতিক্রিয়া হয়েছিল তৈমুরের? জানালেন দাদু রণধীর।

এদিন করিনাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন রণধীর, ববিতা কাপুর ও করিশ্মা কাপুর। সাংবাদিকদের অভিনেতা বলেন, “ভাইকে দেখে অত‍্যন্ত উচ্ছ্বসিত তৈমুর। এবার সে ভাইয়ের সঙ্গে খেলতে পারবে। সইফ ও খুব খুশি। আর করিনা তো আমার মেয়ে, ওকে প্রাণভরে আশীর্বাদ করতে পারি।”

তৈমুর
মুম্বইয়ের ব্রিজ ক‍্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বেবো। আজ সকাল সাড়ে আটটা নাগাদ দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালে ভর্তি হয়েছিলেন গতকাল বিকেলেই। জানা গিয়েছে সি সেকশন ডেলিভারি হয়েছে করিনার। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে খবর।

প্রেস বিবৃতিতে সইফ বলেন, “আমাদের পুত্র সন্তান হয়েছে। মা ও সন্তান দুজনে সুস্থ ও ভাল আছে। আমাদের শুভাকাঙ্খীদের ভালবাসা ও সমর্থনের জন‍্য অনেক ধন‍্যবাদ।” তৈমুরকে সঙ্গে করেই নিয়ে এসেছিলেন তিনি।

https://www.instagram.com/p/CLjiwpun7p_/?igshid=zjdhxsrwpio1

 

ডেলিভারির আগে আগেই নিজেদের নতুন বাড়িতে চলে যান করিনা ও সইফ। সেখানে রয়েছে লাইব্রেরি, সুইমিং পুল, নবজাতকের জন‍্য বিশেষ নার্সারি। এরই মধ‍্যে নবজাতকের জন‍্য উপহার ও খেলনা আসতে দেখা যায় করিনার নতুন বাড়িতে। সেসবের জন‍্য ধন‍্যবাদও জানান বেবো।

https://www.instagram.com/p/CLi_zDTnQCT/?igshid=1v8leocyb1xm1

প্রসঙ্গত, এর আগে করিনার বাবা রণধীর কাপুর জানান, চিকিৎসকরা করিনাকে ১৫ তারিখ ডেট দিয়েছে ডেলিভারির। করিনার ভাবী সন্তানকে নিয়েই এখন শোকের মধ‍্যেও একটু আনন্দ খোঁজার চেষ্টা করছেন কাপুর পরিবারের সকলে। নতুন সদস‍্যকে স্বাগত জানাতে প্রস্তুত দুই পরিবারই।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker