চার বছরে পড়ল তৈমুর, আদরের বড় ছেলের জন‍্য ঘরোয়া পার্টির আয়োজন সইফ-করিনার, ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গতকাল রবিবার, চার বছরে পা দিল করিনা কাপুর খান (kareena kapoor khan) ও সইফ আলি খানের প্রথম সন্তান তৈমুর আলি খান (taimur ali khan)। সেই উপলক্ষে করিনা ও সইফের ফরচুন হাইটসের অ্যাপার্টমেন্টে ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল‌। প্রকাশ‍্যে এসেছে সেই পার্টির কিছু ছবি ও ভিডিও।

সকাল থেকেই বাড়িতে পার্টির আয়োজন করতে দেখা যায় সইফ করিনাকে। পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন তাঁরা। পার্টিতে আমন্ত্রিত ছিলেন সোহা আলি খান, কুণাল খেমু, ইনায়া, তৈমুরের দাদু দিদা, মাসি করিশ্মা কাপুর, তাঁর ছেলে মেয়েরা ও তৈমুরের কয়েকজন বন্ধু বান্ধব।

সন্ধ‍্যে বেলায় সোহা, কুণাল ও ইনায়াকে পার্টিতে হাজির হতে দেখা যায়। সোহা কুণাল দুজনেরই পরনে এদিন ছিল ঘরোয়া পার্টির জন‍্য ক‍্যাজুয়াল পোশাক। কিন্তু ছোট্ট ইনায়াকে দেখা গেল মিষ্টি পরীর ড্রেসে। তবে সকলের মুখেই ছিল মাস্ক। পাপারাংজির ক‍্যামেরার জন‍্য পোজও দেন তাঁরা। পার্টিতে বাবা মা রণধীর কাপুর ও ববিতা কাপুরকে নিয়ে হাজির হন করিশ্মাও।


এদিন আদরের ‘টিম’ এর চার বছরের জন্মদিনে এক আবেগঘন পোস্ট শেয়ার করেন মা করিনা।
নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এদিন তৈমুরের একটি মিষ্টি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায় দু হাতে খড়ের গোছা তুলে নিয়ে গোরুকে খাওয়াতে চলেছে তৈমুর। ভারী খড়ের গোছা তুলতে তার যে বেশ কষ্ট হচ্ছে তা তৈমুরের চোখ মুখ দেখেই স্পষ্ট।

https://www.instagram.com/p/CI_XP8bMnTw/?igshid=1rdxxctf1tkj0

https://www.instagram.com/p/CJBf9PplNXr/?igshid=8n50vqipqj4n

ক‍্যাপশনে করিনা লেখেন, ‘আমি এটা দেখে দেখে খুব খুশি যে মাত্র চার বছর বয়সে তোমার সব কাজে এত মনোযোগ, আগ্রহ। সে গোরুকে খড় খাওয়ানোই হোক না কেন। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। কিন্তু চলার পথে বরফ চেখে দেখতে, ফুল তুলতে, লাফাতে ও কেক খেতে ভুলে যেও না। নিজের স্বপ্নের দিকে মাথা উঁচু করে ছুটে যাও। জীবনে যা তোমাকে আন্দ দেবে সব করো। কেউ তোমাকে আম্মার থেকে বেশি ভালবাসতে পারে না। শুভ জন্মদিন আমার টিম।’

X