লস এঞ্জেলসের বাড়িতে গৃহবন্দি নিক-প্রিয়াঙ্কা, ঘুরে দেখুন সেই বিলাসবহুল বাড়ির এক ঝলক

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।

Priyanka Chopra Grammys 2020 Dress Promo
হলি থেকে বলি সব তারকারাই রয়েছেন গৃহবন্দি। বাড়িতে থেকেই নানা ছবি, ভিডিও শেয়ার করছেন তারা। এই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। বিয়ের পরে মার্কিন যুক্তরাষ্ট্রেই স্বামী নিক জোনাসের সঙ্গে থাকছেন তিনি। বেশ কিছুদিন ধরেই লস এঞ্জলেসের বাড়ির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করছিলেন পিগি। ক‍্যালিফোর্নিয়ার মতোই লস এঞ্জলেসেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে প্রিয়াঙ্কা ও নিকের। সেখানেই বেশিরভাগ সময় কাটান তাঁরা। জেনে নিন স্বপ্নের বাড়ি ঠিক কেমন ভাবে সাজিয়েছেন নিক প্রিয়াঙ্কা। আর সেই সঙ্গে দেখে নিন সেই বিলাসবহুল বাড়ির অন্দরমহলের এক ঝলক।

https://www.instagram.com/p/B-BA-iujURK/?igshid=18bc7y214ixk5

https://www.instagram.com/p/BtgQTedn2cq/?igshid=14b29ix8qslae

 

https://www.instagram.com/p/B4gi1TKj0Yt/?igshid=o87c1gwloehs

https://www.instagram.com/p/B4jUTw3jRUT/?igshid=107si8831ndmn

সারা দিনের ব‍্যস্ত শিডিউলের কথা মাথায় রেখে নরম ও আরামদায়ক সোফা দিয়ে গোটা বাড়ি সাজিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। হালকা অফ হোয়াইট থেকে নীল রঙ বেছে নিয়েছেন তারা এই বাড়ির জন‍্য। মাঝে মাঝেই সোফায় বসে ফুটবল ম‍্যাচ দেখতে বা অতিথিদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় তাদের। বাড়ির মধ‍্যে নিক প্রিয়াঙ্কার সব থেকে প্রিয় জায়গা হল ব‍্যালকনি। কাঠের ফ্রেমে কাঁচের দরজা বেছে নিয়েছেন তারা ব‍্যালকনির জন‍্য। সঙ্গে সাজিয়েছেন বেতের আসবাব।

https://www.instagram.com/p/BuFqvFrlu_z/?igshid=1rvpfy211gsxr

https://www.instagram.com/p/BsgPXdfnyQP/?igshid=13g8dw47smo7a

https://www.instagram.com/p/B5WGqYyH8xg/?igshid=1g6eb6xgrqcj9

এছাড়াও বাড়ির বাইরে রয়েছে একটি বিস্তৃত সবুজ লন, যেখানে পোষ‍্যদের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় প্রিয়াঙ্কা ও নিককে। রয়েছে একটি সুইমিং পুল ও গ‍্যারাজ।

Niranjana Nag

সম্পর্কিত খবর