দেখে নিন এবারের IPL-এ কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এই বছর আইপিএলের আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী মাটিতে। ইতিমধ্যে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করে দিয়েছেন বিসিসিআই। আগামী 19 শে সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএল এবং ফাইনাল ম্যাচটি হবে আগামী 10 ই নভেম্বর।

ইতিমধ্যে আইপিএলের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দল জোরকদমে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও। আগামী 23 সেপ্টেম্বর আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দারুন ব্যালেন্স টিম তৈরি করেছে। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স ভক্তদের মধ্যে আগ্রহ শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর প্রথম একাদশ কি হতে পারে? কারণে এবার কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সম্ভাব্য প্রথম একাদশ:
সুনীল নারিন / টম ব্যান্টন, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, শুভমান গিল, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, প্যাট কমিন্স, কমলেশ নগরকাট্টি

X