বাংলাহান্ট ডেস্ক: প্রেমের সপ্তাহে ডেইলি সোপগুলিতেও প্রেমের আবহ। নায়ক নায়িকারা কাছাকাছি আসছেন, ব্যাকগ্রাউন্ডে বাজছে রোম্যান্টিক গান। চড়চড়িয়ে বাড়ছে টিআরপি। সুযোগটা হাতছাড়া করেনি ‘মিঠাই’ (Mithai) নির্মাতারা। সিড মিঠাইকে পাঠিয়ে দিয়েছেন সোজা পাহাড়ে। পাহাড়ি শীত গায়ে মেখে মনের উষ্ণতায় প্রেম জাগছে সিড মিঠাইয়ের মনে।
কিন্তু তাতে উদ্দেশ্যটা কি সফল হয়েছে? হারানো স্থান কি পুনরুদ্ধার করতে পারল মিঠাই রাণী? উত্তর হচ্ছে, না! দ্বিতীয় বারেও ব্যর্থ মোদক পরিবার। প্রথম স্থান যে একবার হাতছাড়া হয়েছে, আর কিছুতেই তা ফেরাতে পারছেন না নির্মাতারা। তবে চেষ্টার অবশ্য ত্রুটি নেই কোনো।
সিডের মনে হিংসার আগুন জ্বালিয়ে দুজনে পাহাড়ে এনে ফেলেছেন সিরিয়াল নির্মাতারা। মিঠাইকে জড়িয়ে ধরে প্রেম প্রস্তাব দিচ্ছে সিড, এমন দৃশ্যও দেখা গিয়েছে। যদিও পরে জানা গিয়েছে, সবটাই আসলে ছিল মিঠাইয়ের ‘ডিরিম’। দর্শকরা হতাশ হলেও আগের থেকে টিআরপি বেড়েছে সিরিয়ালের। ৯.৪ নম্বর নিয়ে পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে মিঠাই সিড জুটি।
প্রথম স্থান অবশ্য এখনো ‘গাঁটছড়া’র (Gantchhora) দখলে। শুরু থেকে অনেক ট্রোল হলেও খড়ি ঋদ্ধিমানের জুটি দেখিয়ে দিয়েছে তাদের আসল দম। ৯.৭ নম্বর নিয়ে তারাই এখন নতুন বাংলা সেরা জুটি। একটু কম নম্বর নিয়ে গাঁটছড়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্টার জলসারই আরেক সুপারহিট সিরিয়াল মন ফাগুন।
পিহু ঋষিরাজ জুটির রোম্যান্স আর বিয়ে গণ্ডগোলের উপরে ভর করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই সিরিয়াল প্রাপ্ত নম্বর ৯.৬। অন্যদিকে আগের বার দ্বিতীয় স্থানে থাকা ধুলোকণা নেমে গিয়েছে পঞ্চমে। চতুর্থ স্থানে যৌথ ভাবে রয়েছে আলতা ফড়িং ও আয় তবে সহচরী।
প্রথম পাঁচে জি বাংলার একমাত্র ‘মিঠাই’ই জায়গা করতে পেরেছে। এছাড়া পিলু, যমুনা ঢাকি, উমা সকলেই একেবারে নীচের দিকে। বরং স্টার জলসার নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ প্রথম সপ্তাহেই ষষ্ঠ স্থানে জায়গা করে নিল। চমকের এখানেই শেষ নয়। এই প্রথম বার টিআরপিতে ‘দাদাগিরি’কে টেক্কা দিল স্টার জলসার ‘সুপার সিঙ্গার ৩’।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ৯.৭ (প্রথম)
মন ফাগুন- ৯.৬ (দ্বিতীয়)
মিঠাই- ৯.৪ (তৃতীয়)
আলতা ফড়িং, আয় তবে সহচরী- ৯.১ (চতুর্থ)
ধুলোকণা- ৮.৭ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া- ৮.২ (ষষ্ঠ)
উমা- ৭.৪ (সপ্তম)
খুকুমণি হোম ডেলিভারি, পিলু- ৭.৩ (অষ্টম)
যমুনা ঢাকি- ৭.০ (নবম)
অপরাজিতা অপু- ৬.৬ (দশম)