লড়াই শেষ! হেরে যাওয়া তিন জেলা নিজেদের দখলে নিলো তালিবান

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানের আতঙ্ক বিদ্যমান। আর এখন খবর সামনে আসছে যে, তালিবানরা পঞ্জশিরের ‘শের”দের থেকে হেরে যাওয়া তিনটি জেলা পুনরায় দখল করেছে। এক তালিবানি মুখপাত্র ওই জেলাগুলিতে তাঁদের দখলের ঘোষণা করেছে।

উল্লেখ্য, উত্তর আফগানিস্তানের স্থানীয় সংগঠন গত সপ্তাহে ওই তিন জেলায় কবজা করার ঘোষণা করেছিল। বাঘলানের বানো, ডেহ সালেহ আর পোল-ই-ঈসার অঞ্চলে স্থানীয় মিলিশিয়া সম্প্রদায় কবজা করেছিল। পঞ্জশির উপত্যকার এই তিন জেলার বিদ্রোহীরা পঞ্জশিরের শের নামে খ্যাত।

সোমবার তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট করে ঘোষণা করেছে যে, তালিবানরা ওই তিন জেলা দখল করে নিয়েছে। বলে দিই, আফগানিস্তানের এই এলাকায় দেশের উপরাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহ আর আহমেদ মাসুদ তালিবানের বিরুদ্ধে লড়াই করার প্রতিজ্ঞা নিয়েছিল। এরপর গতকাল মাসুদকে আত্মসমর্পণ করারও হুঁশিয়ারি দিয়েছিল তালিবানরা।

https://twitter.com/KnightRises_/status/1429707008467521543

যদিও, মাসুদ তালিবানের হুমকি উপেক্ষা করে লড়াই জারি রাখার বার্তা দিয়েছিলেন। সোমবার সকালে তালিবানের সেনা পঞ্জশির দখল করার উদ্দেশ্যে গিয়ে বড়সড় ঝটকাও খায়। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাসুদের বাহিনী তালিবানের উপর হামলা করে কমপক্ষে তাঁদের ৩০০ জন সদস্যকে নিকেশ করে।

এরপর অমরুল্লাহ সালেহও তালিবানকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। পঞ্জশিরের ওই তিন জেলা বর্তমানে ফের তালিবানের কবজায় চলে গিয়েছে। এখন দেখার বিষয় এটাই যে, মাসুদ ও অমরুল্লাহ সালেহদের পরবর্তী পদক্ষেপ কী হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর