পচা গম পাঠিয়ে তালিবানদের সঙ্গে প্রতারণা পাকিস্তানের, আফগানিস্তানে ভারতের ভূয়সী প্রশংসা

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানের দখলের পর তালিবান নেতাদের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছে। পাশাপাশি মানবিক চেতনার কথা মাথায় রেখে অনেক দেশ তাদের স্তরে সেখানকার নাগরিকদের সাহায্য করছে। ভারত ও পাকিস্তানও আফগানিস্তানকে গম দিয়ে সাহায্য করেছে। সোশ্যাল মিডিয়ায় বলাবলি শুরু হয়েছে যে, পাকিস্তানের পাঠানো গম খুবই নিম্নমানের এবং তালিবান নেতারা এর জন্য পাকিস্তানকে কটূক্তি করেছে। পাশাপাশি দাবি করা হয়েছে যে, ভারতের পাঠানো গমের প্রশংসা হয়েছে সেদেশে।

আফগান সাংবাদিক আবদুল্লাহ ওমেরি একটি ভিডিও টুইট করেছেন যেখানে একজন তালেবান কর্মকর্তা বলছেন যে, পাকিস্তান থেকে আসা গম খাওয়ার যোগ্য নয়। একই সময়ে, আফগানিস্তানের মানুষ ভাল গমের জন্য ভারতকে ধন্যবাদ জানায়। হামদুল্লা আরবাব টুইটারে পোস্ট করেছেন, ‘আফগানিস্তানের জনগণকে সবসময় সাহায্য করার জন্য ভারতকে ধন্যবাদ। আমাদের সম্পর্ক চিরকাল স্থায়ী হবে। জয় হিন্দ’

একজন ব্যবহারকারী নজীব ফরহোদিস বলেন, পাকিস্তান যে গম পাঠিয়েছে তার সবই পচা বা তাতে অনেক পোকা আছে। এমন গম খাওয়া যাবে না। জানিয়ে রাখি, গত মাসে ভারত মানবিক কারণে আফগানিস্তানে গম পাঠাতে শুরু করেছে। গমের দ্বিতীয় খেপ ভারত থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আটারি সীমান্ত থেকে ট্রাকগুলো আফগানিস্তানে পাঠানো হয়েছে।

https://twitter.com/sidhant/status/1499788818287034368?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1499788818287034368%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.livehindustan.com%2Finternational%2Fstory-pakistan-donated-inedible-wheat-indias-far-better-taliban-official-praises-india-video-viral-5958787.html

ইউনাউটেড নেশন বিশ্ব খাদ্য-এ ভারত আফগানিস্তানকে 59,000 মেট্রিক টন গম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ভারত এখন তার প্রতিশ্রুতি পূরণ করছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন যে, ভারত আফগানিস্তানের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ।


Koushik Dutta

সম্পর্কিত খবর