বাজওয়া সরতেই চরম বিপাকে শাহবাজ শরিফ! পাকিস্তানের বিরুদ্ধে ভয়ানক ঘোষণা তালিবানের

বাংলাহান্ট ডেস্ক : ইমরান খান (Imran Khan) ক্ষমতাচ্যুত হওয়ার পর একটু একটু ক্ষমতায় স্বাভাবিক হচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahabaz Sharif)। এর মধ্যেই শাহবাজের সামনে এখন ঘোরতর সংকট। গত জুন মাসে সরকারের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করল পাক তালিবান (Taliban) সংগঠন। সোমবার পাকিস্তানের (Pakistan) সমস্ত জায়গায় তাদের যোদ্ধাদের নৃশংস হামলা চালানোর নির্দেশ দিল তালিবানের শীর্ষ নেতৃত্ব। তালিবানের পক্ষ থেকে যোদ্ধাদের উদ্দেশ্যে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের বিভিন্ন জায়গায় মুজাহিদিনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকার। তাই দেশের যেখানেই সম্ভব সেখানেই হামলা চালান।’

২০০৭ সাল থেকে পাকিস্তানের বুকে একাধিক জায়গায় রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তালিবান। এমনকি পেশোয়ারে সেনা স্কুলের শিশুদেরও তারা ছাড় দেয়নি। তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে আফগান তালিবানের এই শাখা সংগঠনটিকে নিয়ে মারাত্মক সমস্যায় ছিল পাক সরকার। তবে ২০১০ সালে তালিবানের বিরুদ্ধে অভিযান চালায় পাক সরকার। অধিকাংশ যোদ্ধাদের তাড়া করে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। উত্তর পশ্চিম পাকিস্তানের উপজাতি অধ্য়ুসিত এলাকায় একসময় প্রায় সমান্তরাল ইসলামি সরকার চালাতে শুরু করেছিল তারা। ২০১০ সালে পাক সেনার অভিযানের পর তাদের প্রভাব অনেকটাই কমে যায়।

এর পর ২০২১ সালে আফগানিস্তানে তালিবান সরকার গঠন হওয়ার পর ফের পাকিস্তানে মাথাচাড়া দিয়ে ওঠে তালিবান। তার মধ্যেই এবছর জুন মাসে তালিবানের সঙ্গে পাক সরকারের একটি যুদ্ধ বিরতি চুক্তি হয়। তবে সেই চুক্তির পর থেকেই দুপক্ষেরই দাবি ছিল চুক্তি লঙ্ঘন করে হামলা চালানো হচ্ছে।

খাইবার পাখতুনখাওয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখার পাশাপাশি গোটা পাকিস্তানেই কড়া ইসলামি আইন জারির দাবিতে লড়াই করছিল তালিবান। পাশাপাশি, সরকারি জেলে তাদের যেসব লোকজন বন্দি ছিল তাদের ছেড়ে দেওয়ার দাবিতে তোলে তারা। কিন্তু পাক সরকার তাদের দাবকে পাত্তা দেয়নি। এর পরই এবার কড়া সিদ্ধান্ত ঘোষণা করল তালিবান।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর