টিশার্ট পরে ছবি শেয়ার করলেন তমন্না, ভাইরাল সেই ছবি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: তমন্না (tamannah bhatia) মূলত দক্ষিণী ছবির পরিচিত মুখ হলেও বেশ কিছু সময় ধরে বলিউডেও (Bollywood) নিজের জায়গা কায়েম করার চেষ্টা করছেন। আর সেই কাজে বেশ সফলও হয়ে গিয়েছেন তিনি। কথা হচ্ছে, তমন্না ভাটিয়াকে নিয়ে। টলিউডে তিনি অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এখন বলিউডেও বেশ জাঁকিয়ে বসেছেন। ইতিমধ্যেই কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়েও কোনও সন্দেহ নেই সিনেপ্রেমীদের মধ্যে। আর দক্ষিণী ছবিতে তো তমন্নার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দিকেও বিশেষ নজর দেন তমন্না। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে বেশ ভালই সংযোগ রেখে চলেন তিনি। মাঝে মাঝেই নানা ফটোশুটের ছবি দেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সঙ্গে নতুন ছবির ঘোষনা বা ক্যামেরার নেপথ্যের দৃশ্যও পোস্ট করতে পিছপা হন না অভিনেত্রী। সম্প্রতি আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/B9OD_9DpQne/

একটি টিশার্ট পরে ছবি শেয়ার করেছেন তমন্না। তাঁর টিশার্টে লেখা, ‘মেক মানডে অ্যানাদার ফ্রাইডে’। ছবির ক্যাপশনে তমন্না লিখেছেন, ‘আমার টিশার্টই সব কথা বলে দিচ্ছে’। অর্থাৎ সোমবারেও শুক্রবারের মতোই মজা করে কাজ করার পরামর্শ দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। নেটিজেনরাও নানা রকম মন্তব্য করছেন এই ছবি দেখে। কেউ কেউ বলেছেন, এই টিশার্টটা যেন দিয়ে দেন তিনি। আবার অনেকে বলেছেন, এরকম শার্ট তাদের কাছেও রয়েছে।

https://www.instagram.com/p/B9lxgvap4we/

প্রসঙ্গত, বলিউডে্ তমন্নার প্রথম ছবি হিম্মতওয়ালে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অজয় দেবগণকে। তবে বক্সঅফিসে সেই ছবি তেমন সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু বাহুবলী ছবির পরেই কেরিয়ার গ্রাফ চড়তে থাকে তমন্নার। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন তিনি।

X