ফের দুঃসংবাদ সিনে ইন্ডাস্ট্রিতে, ফাইভ স্টার হোটেল থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ

বাংলাহান্ট ডেস্ক: আবারো আত্মহত‍্যা (suicide) সিনে জগতে। বুধবার সকালে ফাইভ স্টার হোটেল থেকে উদ্ধার করা হল তামিল (tamil) ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ভি জি চিত্রার ঝুলন্ত দেহ। হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে তামিল সিনেমা জগতে।

বছর ২৮ এর ভি জে চিত্রা বেশ পরিচিত মুখ ছিলেন তামিল ইন্ডাস্ট্রিতে। ছোটপর্দায় সঞ্চালনার কাজও করেছেন তিনি। জানা গিয়েছে, বুধবার দিনই ভোর রাতে নিজের শুটিং সেরে ওই হোটেলে ফিরে আসেন অভিনেত্রী। এরপরেই সকালে হোটেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

29c5bf65bb4d086ebde1b0bb2d21a322
সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সামনেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন প্রয়াত অভিনেত্রী। কিছুদিন আগেই এক ব‍্যবসায়ীর সঙ্গে বাগদান হয় তাঁর। অপরদিকে শোনা যাচ্ছে, তীব্র হতাশায় ভুগছিলেন তিনি। তার জেরেই সম্ভবত এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে মনে করছেন অনেকে। তবে এই বিষয়ে পুলিস এখনো কিছুই জানায়নি।

প্রসঙ্গত, গত জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র এক লেখক অভিষেক মকবানা। তাঁর বাড়ির লোকজনদের বক্তব‍্য, সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। তাঁকে ব্ল‍্যাকমেল করা হচ্ছিল। মুম্বইয়ের কান্দিভালির বাসভবনে সিলিং ফ‍্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিষেককে। পুলিস এই মামলায় তদন্ত করছে। পরিবারের সদস‍্যদেরও বয়ান নিয়েছে পুলিস।

প্রয়াত লেখকের পরিবারের বক্তব‍্য, তাঁরা অভিষেকের আর্থিক সমস‍্যার বিষয়ে কিছুই জানতেন না। তাঁর ভাই জানান, অভিষেকের মৃত‍্যুর পর তিনি এই বিষয়ে জানতে পারেন। বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু হয়। তাঁকে ফোন করে টাকা চাইতে শুরু করেন অনেকে।

শুধু ভারতই নয়, বাংলাদেশ ও মায়ানমার থেকেও ফোন আসা শুরু হয় বলে জানান অভিষেকের ভাই। লেখকের ইমেল থেকে জানা যায়, ইজি লোন অ্যাপ থেকে একটি ছোট লোন নিয়েছিলেন তিনি। তারপরেই শুরু হয় যাবতীয় সমস‍্যা। এমনটাই জানান অভিষেকের ভাই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর