বাংলাহান্ট ডেস্ক : বয়স মাত্র ২ বছর। তবে এই ক্ষুদে ২ বছর বয়সেই অর্জন করে ফেলল বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশুর তকমা। তামিলনাড়ুর (Tamilnadu) ২ বছরের শিশু কন্যা আদাভির বাবা-মা তাদের সন্তানের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে রোপণ করেছেন ৬০০০ গাছ।
তামিলনাড়ুর (Tamilnadu) শিশু কন্যা আদাভি
এই কৃতিত্বের কারণে এশিয়া বুক অব রেকর্ডস আদাভিকে দিয়েছে “বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু”র স্বীকৃতি। সাধারণত একজন ভারতীয় বছরে গড়ে ২ টন মতো কার্বন নিঃসরণ করে থাকেন। আদাভির বাবা-মা তাই তাদের কন্যা সন্তানের সারা জীবনের কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য রোপণ করেছেন ৬ হাজার গাছ।
View this post on Instagram
দিনেশ এসপি এবং জানগা নন্ধিনী তাদের সন্তানের জন্মের আগেই শুরু করেন এই উদ্যোগ। তামিলনাড়ুর (Tamilnadu) কৃষকদের সাথে মিলে আদাভির বাবা-মা বৃক্ষরোপণ শুরু করেন। দিনেশ এসপি এবং জানগা নন্ধিনীর দাবি, আদাভির সাথেই বড় হবে এই গাছগুলি, শোষণ করবে তার কার্বন ফুট প্রিন্ট।
আরোও পড়ুন : অপেক্ষার অবসান! এবার বারাসাত-নোয়াপাড়ায় ছুটবে মেট্রো, দিনক্ষণ জানালেন রাজ্যের মন্ত্রী
আরো একধাপ এগিয়ে দিনেশ এসপি এবং জানগা স্থাপন করেছেন সীরাখু নামক একটি এনজিও। এই এনজিও’র মূল লক্ষ্য ভারতকে (India) কার্বন-নিরপেক্ষ দেশে রূপান্তরিত করা। গাছ লাগানোর (Plantation) মাধ্যমে কার্বন (Carbon) নিঃসরণে ভারসাম্য তৈরির পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে সীরাখু।
আদাভির (Aadavi) বাবা-মায়ের এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে দৃষ্টান্ত স্থাপন করবে আগামী দিনে। শুধু কার্বন নিঃসরণের ভারসাম্য রক্ষা করাই নয়, বায়ুর গুণগত মান বৃদ্ধি করতে ও বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমাতে বৃক্ষরোপণের যে বিকল্প কিছু হয় না তারই সচেতনতা বৃদ্ধির কাজ করছে সীরাখু।
ধারাভাষ্য চলাকালীন বুমরাহকে “বানর” বলার জের! বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ইশা