ভারতকে হুমকি, বিশ্বকাপে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে চান এই বাংলাদেশি তারকা!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) ক্রিকেট বিশ্বের ইতিহাসে কত বড় কিংবদন্তি। যে সংখ্যক রেকর্ড ক্রিকেটের জগতে তিনি খেলা ছাড়ার সময় গড়ে গিয়েছেন, আর কোনও ক্রিকেটারই নিজেদের কেরিয়ারে এত সংখ্যক রেকর্ডের মালিক হতে পারেননি। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি প্রভাব কোন তারকা ফেলেছেন এমন প্রশ্ন উঠলে আজও ৯০% ক্রিকেট ভক্তদের উত্তর হিসেবে এই ভারতীয় কিংবদন্তির নামই উঠে আসে।

কিন্তু আসন্ন বিশ্বকাপের আগে তার একটি রেকর্ড এবার বিপদের মুখে। সকলেই জানেন যে সচিন নিজের গোটা কেরিয়ার জুড়ে একজন ওপেনার হিসেবে খেলেননি। ওডিআই ফরম্যাটে তিনি দীর্ঘদিন ওপেনিং করেছেন বটে, কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে তিনি কেবলমাত্র দুইবার ইনিংস ওপেন করেছেন।

তাও বিশ্ব ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে। ৩৪৪টি ওডিআই ম্যাচ ও একটি টেস্ট ইনিংস মিলিয়ে ৪৮ গড়ে ১৫,৩৩৫ রান করেছেন নিজের গোটা কেরিয়ার জুড়ে। হাঁকিয়েছেন ৪৫টি শতরান এবং ৭৫টি অর্ধশতরান। তবে এবার ওপেনার হিসাবে তার এই রানসংখ্যাকে টপকে যেতে পারেন এক বাংলাদেশি!

tamim iqbal

এখানে বলা হচ্ছে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবালের কথা। নিজের গোটা কেরিয়ার জুড়ে তিনটি ফরম্যাট এই দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে ওপেন করেছেন তামিম। কিছুদিন আগে তিনি নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। যদিও তারপর বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা এবং বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে নিজের সেই সিদ্ধান্ত বদল করে আরো কয়েকটা দিন ক্রিকেট খেলতে রাজি হয়েছেন তিনি।

আরও পড়ুন: একটা মাত্র কাজ বাকি, তাহলেই বিশ্বকাপের আগে কোহলির বিরাট রেকর্ড ভাঙবেন শুভমান গিল

একজন ওপেনার হিসেবে ৩৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তামিম ২৫টি শতরান সহ করেছেন ১৫,১৬৬ রান। তিনি বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপের দলে অংশ নেননি কিন্তু সম্প্রতি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলছে, সেই দলের অংশ হয়েছেন তিনি। এই তিন মাসের সিরিজে ওপেনার হিসেবে ১৭০ রান করতে পারলে বিশ্বকাপের আগেই শচীনকে টপকে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৭ নম্বরে উঠে আসবেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর