বাংলাহান্ট ডেস্ক: ওয়েব সিরিজ (web series) ‘তাণ্ডব’ (tandav) নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে দেশের একাধিক জায়গায় সিরিজের নির্মাতা তথা কলাকুশলীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই সূত্রে গ্রেফতারি (arrest) এড়ানোর জন্য সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল পিটিশন (petition)। নির্মাতাদের অস্বস্তি বাড়িয়ে খারিজ হয়ে গেল সেই পিটিশন।
তাণ্ডব সিরিজের নির্মাতা হিমাংশু কিষন মেহরা, অ্যামাজনের ক্রিয়েটিভ হেড অপর্ণা পুরোহিত ও সিরিজের অভিনেতা জিশান আয়ুব শীর্ষ আদালতে দায়ের করেছিলেন এই পিটিশন। সেই সঙ্গে আবেদন জানানো হয়েছিল যাতে সমস্ত মামলা মুম্বইয়ের আদালতে স্থানান্তরিত করা হয়।
কিন্তু ‘তাণ্ডব’এর ভাগ্যে শিকে ছেঁড়েনি। আজ বুধবার হল সেই মামলার শুনানি। সব মামলা এক জায়গায় আনার জন্য নোটিস জারি করার নির্দেশ দিলেও বিচারপতি অশোক ভূষনের বেঞ্চ খারিজ করে দেয় পিটিশন। পালটা আগাম জামিনের জন্য হাই কোর্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাণ্ডব নির্মাতাদের।
Supreme Court refuses to grant protection to actor Mohd Zeeshan Ayyub, Amazon Prime Video (India) & makers of ‘Tandav’, from arrest in several FIRs against them & asks them to approach High Court for anticipatory bail or quashing of FIRs.
— ANI (@ANI) January 27, 2021
তাণ্ডব ওয়েব সিরিজের জন্য বড়সড় বিপাকে পড়েছেন সইফ আলি খানও। এই ওয়েব সিরিজ হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই অভিযোগ তুলে সমস্ত রাম ভক্ত ও শিব ভক্তদের ওয়েব সিরিজের অভিনেতা সইফ আলি খানের বাড়ির বাইরে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন বিজেপি বিধায়ক রাম কদম।
Supreme Court refuses to grant protection to actor Mohd Zeeshan Ayyub, Amazon Prime Video (India) & makers of ‘Tandav’, from arrest in several FIRs against them & asks them to approach High Court for anticipatory bail or quashing of FIRs.
— ANI (@ANI) January 27, 2021
ওয়েব সিরিজের নির্মাতা ও কলকুশলীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সইফের বিরুদ্ধে ফুঁসে ওঠেন মোহান্ত পরমহংস দাস। অভিনেতার পোস্টার জ্বালিয়ে তিনি অভিযোগ করেন, আর কতদিন পর্যন্ত হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে কাটাছেঁড়া করা হবে। তাঁর সাফ বক্তব্য, এসব এবার বন্ধ হওয়া দরকার। যদি তাণ্ডব ওয়েব সিরিজের টিম শাস্তি ভোগ না করে তবে সন্ত সমাজের সদস্যরা নিজেরাই তলোয়ার নিয়ে তাঁদের মুখোমুখি হবে।
এর আগে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য অভিযোগ করেন, তাণ্ডব ওয়েব সিরিজ সামাজিক ঐক্য নষ্ট করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এর জন্য ওয়েব সিরিজের টিমের কঠোর শাস্তি প্রাপ্য। ইতিমধ্যেই ক্ষমা প্রার্থনা করে বিতর্কিত অংশটি বাদ দেওয়ার কথা বলা হয়েছে নির্মাতাদের তরফে। কিন্তু তাতে কমেনি বিক্ষোভ।