বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসে রীতিমতো দাপটের সঙ্গে চলছে তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার। মুক্তির পর ৪১ দিন কেটে গিয়েছে এই ছবির। ভারতের বাইরেও এই ছবির ব্যবসা বেশ ভালই। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে মোট ৪৪৭ কোটি কামিয়েছে এই ছবি।
তানাজি এখনও পর্যন্ত বলিউডের অন্যতম ছবি যেটা সবচেয়ে বেশি ব্যবসা করেছে গোটা বিশ্ব জুড়ে। ভারতে এই ছবি এখনও পর্যন্ত যা ব্যবসা করেছে তার রিপোর্ট অনুযায়ী, প্রথম দিকে ৫০-৬০ লক্ষ টাকা কামিয়েছে এই ছবি। অনুমান করা হচ্ছে, ৪১ দিনে ২৭৪ কোটি টাকা ব্যবসা করতে পারে এই ছবি। ফেব্রুয়ারি মাসেও বেশ ভালই ব্যবসা করেছিল তানাজি। এমনকি ওই একই সময়ে মুক্তি প্রাপ্ত কঙ্গনা রানাওয়াত অভিনীত পাঙ্গাকেও জোর টক্কর দিয়েছে এই ছবি। তানাজি মুক্তির বেশ কিছু দিন পরে মুক্তিপ্রাপ্ত লভ আজ কাল ও মলংও পাত্তা পায়নি তানাজির সামনে।
এই বছরের প্রথম সবথেকে বেশি সফল ছবি তানাজি। সারা বিশ্বে এই ছবিটি ব্যবসার দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে। ঐতিহাসিক কাহিনি, মারাঠা জাতির বীরগাথা ও দীর্ঘদিন পর বড়পর্দায় অজয় দেবগণ-কাজলের রসায়ন, এই সবই ছবির ইউএসপি বলে মনে করছেন সমালোচকরা। ছবির কালেকশন দেখে ইতিমধ্যেই বাজি ধরতে শুরু করে দিয়েছেন অনুরাগীরা।
মহারাষ্ট্র সহ বাংলা, উত্তর পাঞ্জাব, দিল্লিতেও ভালই ব্যবসা করেছে তানাজি। তানাজি অজয় দেবগণের ১০০তম ছবি। মারাঠা বীর তানাজি মালুসারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। খলনায়ক উদয়ভানের চরিত্রে সইফ আলি খানের অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই। তানাজির স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে কাজলকে।