অভাবকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যে দ্বাদশ শ্রেণি তে প্রথম হলো তনু

বাংলা হান্ট ডেস্ক : বাবার রয়েছে মোটে যৎসামান্য স্বল্প কিছু চাষের জমি, তাই ঘরের প্রতিটি কোণায় কোণায় রয়েছে অভাব। সেই ঘরেরই প্রদীপশিখা হয়ে যেন জ্বলে উঠেছে তনু তোমর। সবাইকে পিছনে ফেলে উত্তরপ্রদেশ তনু হয়ে উঠেছে প্রথম, বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায়। ৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে সে।

বাঘপাতের ওই ছোট্ট গ্রাম এখন আনন্দে মেখে উঠেছে তনুকে নিয়ে। তবে এই প্রথম তনু বলার মতো সাফল্য পেল তা কিন্তু একেবারেই নয়।

3d103 imagesদশম শ্রেণির পরীক্ষাতেও এই তনু ৯৫ শতাংশ নম্বর পেয়ে একটি ভালো স্থান অধিকার করে চমক লাগিয়েছিল সবাইকে।

সম্পর্কিত খবর