ছুটি কাটাতে গিয়ে বিয়ে! চুপিসারে লাস ভেগাসে গাঁটছড়া বাঁধলেন তনুশ্রী, পাত্রটি কে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিয়ে সারলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। শীত পড়তে না পড়তেই গাঁটছড়া বেঁধে ফেললেন নায়িকা। তবে শহর কলকাতায় নয়। সূদূর বিদেশের মাটিতে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছেন তিনি। লাস ভেগাসে তনুশ্রীর রূপকথার মতো বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাকে বিয়ে করলেন তনুশ্রী?

কাকে বিয়ে করলেন তনুশ্রী (Tanushree Chakraborty)?

পাত্রের নাম সুজিত বসু। বাঙালি হলেও পুরোদস্তুর এনআরআই তিনি। দীর্ঘ ২৮ বছর ধরে আমেরিকাতেই রয়েছেন পাত্র। পেশায় আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট। জানা গিয়েছে, এক বন্ধুর মাধ্যমেই আলাপ তনুশ্রী সুজিতের। গত পাঁচ মাস ধরে নাকি সম্পর্কে ছিলেন দুজনে। তবে বিয়েটা একেবারেই অনভিপ্রেত তনুশ্রীর কাছে। অভিনেত্রীকে রীতিমতো সারপ্রাইজই দিয়েছেন সুজিত।

Tanushree Chakraborty got married at las vegas

হঠাৎ করেই বিয়ের অনুষ্ঠান: জানা গিয়েছে, লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী। ওদিকে সুজিত বিয়ের সমস্ত আয়োজনই সেরে রেখেছিলেন। অগত্যা ‘ওঠ ছুঁড়ি তোর বিয়ে’। বাবা মাকে ভিডিও কলে রেখেই বিয়ে সেরেছেন তনুশ্রী (Tanushree Chakraborty)। তবে বাঙালি মতে নয়, কেতাদুরস্ত সাহেবি মতেই বিয়ে সেরেছেন অভিনেত্রী।

আরও পড়ুন : ব্লু লাইনে বিরাট বদল, মাত্র ৯০ সেকেন্ড অন্তর চলবে মেট্রো! সময় জানিয়ে দিল কর্তৃপক্ষ

সাহেবি সাজে বিয়ে: ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, তাঁর পরনে সাদা লেহেঙ্গা, হীরের গয়না, হাতে মেহেন্দি। তবে সিঁথিতে সিঁদুর দিতে ভোলেননি তনুশ্রী। পাশে সুজিতকে দেখা গেল সাহেবি স্যুটে। জানা গিয়েছে, তনুশ্রীকে হীরের আংটি দিয়ে প্রপোজ করেছেন সুজিত। বিয়ের পর ফ্লোরিডাতে ট্রিপও প্ল্যান করছ ফেলেছেন দুজনে। কিন্তু প্রবাসী স্বামীর সঙ্গে এবার কি আমেরিকাতেই থেকে যাবেন তনুশ্রী (Tanushree Chakraborty)? টলিউডকে কি বিদায় জানালেন তিনি?

আরও পড়ুন : জগদ্ধাত্রী নয়, শেষ হচ্ছে আরেক TRP টপার মেগা, দর্শকদের বড় ধাক্কা জি বাংলার

সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, আপাতত দুই দেশেই সুবিধা মতো থাকবেন তিনি। তবে কাজ ছাড়বেন না। তনুশ্রী বলেন, পাঁচ মাসেই পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছিলেন তাঁরা। ভেবেছিলেন দেশে ফিরেই বিয়ে সারবেন। কিন্তু তার আগেই হয়ে গেল হঠাৎ। তাঁর স্বামী তাঁর কাজকে খুব সম্মানও করেন বলে জানান তনুশ্রী। নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজক রানা সরকার।