বাংলাহান্ট ডেস্ক: গোটা বলিউড তাঁর বিরুদ্ধে। ইন্ডাস্ট্রিতে তাঁর বিরুদ্ধে বড়সড় কোনো ষড়যন্ত্র চলছে, এমনি দাবি করছেন তনুশ্রী দত্ত (Tanusree Dutta)। রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি। তিনি সন্দেহ করছেন, তাঁর কেরিয়ার তো বটেই, এমনকি তাঁকেও হয়তো শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারো বিষ্ফোরক অভিযোগ এনেছেন তনুশ্রী। ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম মিটু বিদ্রোহ শুরু করেছিলেন। শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন নানা পাটেকরের বিরুদ্ধে। তারপর অবশ্য দেশ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান তনুশ্রী। বছর খানেক হল আবারো দেশে ফিরেছেন তিনি। আর তারপর থেকেই শুরু হয়েছে সমস্যা।
তনুশ্রী জানান, তিনি দেশে ফেরার পরে বলিউডে নিজের হারানো জায়গাটা পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন। অনেক ছবির প্রস্তাবও পাচ্ছিলেন। পরিচালক, প্রযোজকরা আপনই করে নিয়েছিলেন তাঁকে। কোনো বিপদের আভাসই পাননি তনুশ্রী।
সমস্যা শুরু হয় গত বছরের এপ্রিল মাস থেকে। অভিনেত্রী দাবি করেন, কেউ বা কারা তাঁর কেরিয়ার এবং জীবন শেষ করতে উঠেপড়ে লাগেন। সমস্ত কাজ হারিয়ে ফেলেন তনুশ্রী। তবে সৌভাগ্যবশত জীবন বেঁচে যায় তাঁর। এরপরেই বিষ্ফোরক অভিযোগ করেন তনুশ্রী।
তাঁর সন্দেহ, আন্ডারওয়ার্ল্ড থেকে অপরাধীদের ভাড়া করা হয়েছে তাঁর ক্ষতি করার জন্য। পাশাপাশি তিনি যাদের সঙ্গে কথা বলেন তাদেরও কয়েকজন হয়তো এই চক্রান্তের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তনুশ্রীর সন্দেহ, তাঁর সমস্ত যোগাযোগের নম্বর কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করা হচ্ছে।
তনুশ্রী আরো দাবি করেন, তিনি যখন উজ্জয়িনীতে গিয়েছিলেন, তখন এক সাধু তাঁকে সাবধান করেছিলেন যে মহারাষ্ট্রে কোনো অন্ধকার জায়গায় বসে কয়েকজন তান্ত্রিক তাঁর বিরুদ্ধে ‘মারণ ক্রিয়া’ করছে! তনুশ্রী মনে করেন, উজ্জয়িনীতে তাঁর যে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়েছিল সেটাও এসব নেতিবাচকতার জন্যই। তবে তনুশ্রী দৃঢ় কণ্ঠে জানান, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি মচকালেও ভাঙবেন না।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে