লাইমলাইটে আসার জন‍্যই নানা পাটেকরকে ব‍্যবহার! ১৫ কেজি ওজন ঝরিয়ে বলিউডে ফিরছেন তনুশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড থেকে বহুদিন আগেই বিদায় নিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত (tanusree dutta)। কয়েকটি হিট ছবি দর্শকদের উপহার দেওয়ার পরেই হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে যেন উবে যান অভিনেত্রী। তখন এই বিষয়ে কিছু না বললেও পরে তনুশ্রী জানান, নানা পাটেকরের (nana patekar) তাঁকে শ্লীলতাহানির চেষ্টার জন‍্যই বলিউড থেকে সরে গিয়েছিলেন তিনি।

দীর্ঘদিন পর ফের সংবাদ শিরোনামে উঠে আসেন তনুশ্রী। নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে রাতারাতি লাইমলাইটে উঠে আসেন তিনি। এবার ফের এক বিষ্ফোরক খবর জানিয়েছেন তনুশ্রী। ফের একবার বলিউডে ফিরছেন তিনি। তার জন‍্য নিজেকে তৈরিও করছেন। ১৫ কেজি ওজন ইতিমধ‍্যেই ঝরিয়ে ফেলেছেন তনুশ্রী।


সোশ‍্যাল মিডিয়ায় মাঝে মাঝেই অনুরাগীদের জন‍্য ছবি শেয়ার করতে থাকেন তনুশ্রী। সেখানেই এই সুখবর জানান তিনি। অভিনেত্রী লেখেন, ‘মুম্বই থেকে চলে এসে লস এঞ্জলসে মার্কিন সরকারের সঙ্গে যুক্ত একটি আইটি ফার্মে কাজ করছি এখন। জীবনটা দারুন ভাবে সাজিয়ে নিয়েছি। কিন্তু নিজের ভেতরের শিল্পীটা একই রকম আছে। তাই নতুন মেক ওভার, ১৫ কেজি ঝরিয়ে আবার ফিরছি বলিউডে।’

https://www.instagram.com/p/CHUgWDQlreD/?igshid=13lstvn69wjsv

তনুশ্রীর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা তাঁর এই পরিবর্তন দেখে অবাক। তবে অনেকেই মন্তব‍্য করেছেন, লাইমলাইটে আসার জন‍্য একটি সুযোগ খুঁজছিলেন তনুশ্রী। সেই কারণেই নানা পাটেকরের উপরে দোষটা চাপান উনি। পুরোটাই নিজের সুবিধার জন‍্য।

প্রসঙ্গত, নানা পাটেকরের সঙ্গে তনুশ্রী দত্তর সংঘাতের কথা কারওরই অজানা নয়। বা বলা ভাল নানার বিরুদ্ধে সমস্ত অভিযোগ এনেছেন তনুশ্রীই। নানা পাটেকর নাকি তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন বলে বিষ্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এই নিয়ে কোর্ট-কাছারিও হয়েছে বহুবার।

কিন্তু শেষপর্যন্ত নানাকে অবশ্য বেকসুর খালাস করে আদালত। তবে এখনো হাল ছাড়েননি তনুশ্রী। সুযোগ পেলেই অভিনেতার সম্পর্কে বিষোদগার করেন তিনি।

সম্পর্কিত খবর

X