বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ‘হ্যাশট্যাগ মিটু’ বিপ্লবের সূত্রপাত করেছিলেন তিনিই। মুখ খুলেছিলেন হেভিওয়েটদের বিরুদ্ধে। যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন বলিউডের তাবড় ব্যক্তিত্বদের বিরুদ্ধে। তারপরেই হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তনুশ্রী দত্ত (Tanusree Dutta)। বছর কয়েক হল আবারো চর্চায় উঠে এসেছেন তিনি। নতুন করে নিশানা করেছেন বলিউড মাফিয়াদের।
কিছুদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। মিটু অভিযুক্তদের দিকে আঙুল তোলায় তাঁকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন অভিনেত্রী। কিন্তু তিনি আত্মহত্যা করবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তনুশ্রী।
এবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকদিন ধরেই তাঁর সঙ্গে অনেক কিছু ঘটছে। কিন্তু এই প্রথম বার একটি পোস্টে নিজের সমস্ত কথা গুছিয়ে লিখেছেন তিনি। তনুশ্রী আরো বলেন, ভারতে ফিরে আসার পর থেকেই নিজের কেরিয়ারটা নতুন করে শুরু করতে চাইছেন তিনি। অনেকে তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহও প্রকাশ করেছেন।
বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজের জন্য হ্যাঁ ও বলেছেন তিনি। কিন্তু তারপরেই অদ্ভূত ভাবে প্রযোজকরা চুপ করে যান নয়তো বিনিয়োগকারীরা সরে দাঁড়ান। তনুশ্রী জানান, ২০২০ থেকে তাঁর সঙ্গে এই ঘটনাগুলো ঘটে চলেছে। প্রতিবারই পরিচালক প্রযোজকদের হুমকি দেওয়া হয় তাঁর সঙ্গে কাজ না করতে।
তনুশ্রীর কথায়, “ওরা খুব ক্ষমতাশালী। কেউ ওদের চটাতে চায় না। তাই আমাকে এড়িয়ে চলেন ছবি নির্মাতারা। কেউ আমাকে কাজ দিতে রাজি নয়।” ওই ‘ক্ষমতাশালী’রা কারা? সচেতন ভাবেই কোনো নাম নেননি তনুশ্রী। কারণ হিসাবে তিনি জানান, তাঁর কাছে কোনো প্রমাণ নেই। তাছাড়া মামলার ভয়ও আছে। শুধু তনুশ্রী বলেন, মিটু বিপ্লবের সময়ে তিনি অনেককে রগড়ানি দিয়েছিলেন। এখন তারা নানান কৌশল করে তাঁকে সরাতে চাইছেন।