বলিউড গানে লিপ মেলানো তানজানিয়ান তারকা কিলি পলের উপর ছুরি, লাঠি দিয়ে হামলা! ভাঙল হাত

বাংলা হান্ট ডেস্কঃ তানজানিয়ার সোশ্যাল মিডিয়ার তারকা কিলি পলকে আপনারা সকলেই চেনেন। ভারতের বিভিন্ন গানগুলির ওপর ভিডিও বানিয়ে রাতারাতি জনপ্রিয় হওয়া এই তারকা সম্প্রতি ভয়ঙ্কর এক হামলার মুখোমুখি হলেন। আচমকা কয়েকজন অজ্ঞাতপরিচয় মানুষ মিলে পলের উপর হামলা চালায় এবং তাতেই গুরুতর জখম হন এই সোশ্যাল মিডিয়া স্টার। তবে বর্তমানে তিনি বেশ কিছুটা ভাল অবস্থায় রয়েছেন।

কিলি পল ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। কিলি পল নিজের জখম হওয়ার ছবি পোস্ট করে লেখেন, “আমার ওপর হঠাৎই 5 জন ব্যক্তি মিলে আক্রমণ করে বসে। তারা ছুরি এবং লাঠি দিয়ে আমার ওপর হামলা চালায়। ফলে আমার ডান পায়ের আঙুল সেই ছুরির আঘাতে কেটে যায় এবং বর্তমানে তাতে পাঁচটি সেলাই করা হয়েছে। এরপর আমাকে লাঠি দিয়েও মারা হয়। তবে সেই সময় আমি হার মানিনি এবং সেখানে উপস্থিত দুজনকে মারতে সক্ষম হই। বাকিরা সেই মুহূর্তে ঘটনাস্থল হতে পালিয়ে যায়, আমার জন্য আপনারা প্রার্থনা করুন।”

lili

প্রসঙ্গত, নিজের দেশের ঐতিহ্য এবং ভারতের সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে থাকেন। ভারতের বিভিন্ন গানগুলিকে অবলম্বন করে ভিডিও তৈরি করেন কিলি পল আর সেই সকল ভিডিও মাধ্যমেই ভারত সহ গোটা বিশ্বের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজরে আসেন তিনি। বর্তমানে প্রায় 40 লাখের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে তাঁর। ভারতে তিনি এতটাই জনপ্রিয় যে, সাধারণ মানুষ ছাড়াও বহু বলিউড এবং ক্রিকেট স্টারও তাঁকে নিয়মিত ফলো করে চলেন।

সম্প্রতি, মন কি বাত অনুষ্ঠানে কিলি পলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় পলের জীবন বহু উত্থান-পতনের সাক্ষী থাকে। তানজানিয়ার পাওয়ানি এলাকায় বড় হয়ে ওঠা পল ছাত্রজীবন থেকেই বলিউড সিনেমার ফ্যান হয়ে পড়ে। এছাড়াও গবাদি পশু পালনে কর্মরত পরিবারের একমাত্র সন্তান বর্তমানে দিনের পর দিন ভিডিও বানিয়ে তাঁর অসংখ্য অনুরাগীদের মন জয় করে চলেছেন।

Sayan Das

সম্পর্কিত খবর