রবীন্দ্রসদনে শায়িত তাপস পালের মরদেহ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আয়োজন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মুম্বই থেকে কলকাতায় এসে পৌঁছেছে প্রয়াত অভিনেতা তথা তৃণমূল সাংসদ তাপস পালের দেহ। মঙ্গলবার রাতে মুম্বই থেকে তাঁর দেহ নিয়ে কলকাতায় ফেরেন তাঁর পরিবারের সদস্যরা। আজ বুধবার সারাদিন তাঁর মরদেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। তারপর বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাপস পালের।

মঙ্গলবার রাতেই কলকাতায় এসে পৌঁছায় প্রয়াত তাপস পালের মরদেহ। সারারাত নিজের বাড়িতেই রাখা ছিল তাঁর দেহ। বুধবার সকাল ১১ টার পরে রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় তাঁর দেহ। ঢল নামে অনুরাগীদের। একে একে তাঁকে শেষশ্রদ্ধা জানিয়ে যান চলচ্চিত্র জগতের শিল্পী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। ১১ বেজে ৪৫ মিনিট নাগাদ আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষ শ্রদ্ধা জানান প্রয়াত তাপস পালকে।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2620091414934839/

গতকাল নিজের টুইটার হ্যান্ডেলে শোক জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লেখেন, “তাপস পালের মৃত্যুতে গভীর শোকাহত। বাংলা চলচ্চিত্র জগতের একজন সুপারস্টার হওয়ার পাশাপাশি তৃণমূল পরিবারের এক সদস্যও ছিলেন তিনি। সাংসদ ও বিধায়ক হয়ে তিনি মানুষের জন্য অনেক কাজ করেছেন। ওনার অভাব পূরণ হবে না। ওনার স্ত্রী নন্দিনী, মেয়ে সোহিনী ও অসংখ্য ভক্তর জন্য আমার সমবেদনা রইল।”

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/228105174894419/

১ লা ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছান তাপস পাল। আচমকাই শরীর খারাপ লাগায় তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। প্রায় দু সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার ভোর ৩:৩৫ মিনিট নাগাদ প্রয়াত হন তাপস পাল। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। এই খবর প্রকাশ্য আসতেই শোকের কালো ছায়া নেমে আসে চলচ্চিত্র জগত ও রাজনৈতিক মহলে। শোক জ্ঞাপন করেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকারাও।

সম্পর্কিত খবর

X