খোলামেলা পোশাক আর নয়, উর্বশীকে স্টাইল বদলানোর উপদেশ তাপসীর

বাংলাহান্ট ডেস্ক:  বলিউডে ঠোঁটকাটা অভিনেত্রী বলতে যাঁর কথা প্রথমেই মাআয় আসে তিনি আর কেউ নন, তাপসী পন্নু। সুন্দরী ও প্রতিভাবান তাপসী বুঝিয়ে দিয়েছেন অভিনয় জগতে শুধুমাত্র সৌন্দর্য্যের উপরেই জোর দেওয়া উচিত নয়। তার সঙ্গে দরকার অভিনয়ে দক্ষতা ও বুদ্ধিমত্তা। তিনি নিজেও সোজা কথাটা সোজা ভাবে বলতেই পছন্দ করেন। তাঁর সহঅভিনেত্রীদের সাফল্যে যেমন অকুণ্ঠ প্রশংসা করেন তেমনই প্রয়োজনে সমালোচনা করতেও পিছপা হন না তাপসী। এবার ফের তিনি তীর ছুঁড়েছেন, নিশানা উর্বশী রাউতেলা। তাপসীর মতে, পোশাক স্টাইলিস্ট পরিবর্তন করা উচিত উর্বশীর।

image 7

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিল্টার উইথ নেহা’তে উপস্থিত ছিলেন তাপসী পন্নু। নানা বিষয় উঠে আসে তাঁর ও নেহার কথোপকথনের মধ্যে দিয়ে। অভিনয় জগত বেছে নেওয়ার কারণ, তাঁকে ঘিরে নানা ধরণের বিতর্ক সবকিছু নিয়েই মুখ খোলেন তাপসী। আচমকাই শো চলাকালীন নেহা তাঁকে জিজ্ঞাসা করে বসেন, এমন কোন অভিনেত্রী আছেন যাঁর স্টাইলের পরিবর্তন দরকার? উত্তরে একমুহূর্তও চিন্তা না করে তাপসী বলেন, উর্বশী রাউতেলা।

অবশ্য তারপরেই তিনি তাঁর উত্তরের কারণ ব্যাখ্যা করে জানান, উর্বশীর ফিগার প্রশংসনীয়। তাই যদি তিনি এবার খোলামেলা পোশাক বাদে পোশাকের অন্য ধরণ নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করেন তবেই ভালই লাগবে। দর্শকরাও উর্বশীকে নতুন ধরণের পোশাকে দেখতে আগ্রহী বলে জানান তাপসী। পাশাপাশি তিনি যে কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে কোনও মন্তব্য করেননি তাও জানাতে ভোলেন না অভিনেত্রী।

দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডে পা দিয়েই একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাপসী পন্নু। ‘পিঙ্ক’ থেকে শুরু করে ‘বদলা’, ‘নাম শাবানা’, ‘মিশন মঙ্গল’ কী সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সান্ড কী আঁখ’ সব ছবিতেই তাঁর অসাধারণ অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আরও দুটি ছবি ‘থাপ্পড়’ ও ‘রেশমী রকেট’। দুটি ছবিই মুক্তি পাবে আগামী বছর।

Niranjana Nag

সম্পর্কিত খবর