তারাপীঠে তারা অঙ্গেই হয় কালীর পূজো,নজরদারিতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

অন্যান্য অমাবস্যা তিথির থেকে কালীপুজোর দিন গভীর রাতে নিশিপুজো হয় তারা মায়ের। নিশি পুজোর সময় মা তারাকে স্নান করিয়ে বেনারসী শাড়ির সঙ্গে সোনার গহনা দিয়ে সাজানো হয় তারাপীঠে। 

সৌতিক চক্রবর্তী,তারাপীঠ,বীরভূমঃ তারাপীঠে সারা বছর তিনি মা তারা। কিন্তু কালীপুজোর সময় সেই মা তারা’ই কালী রূপে পূজিত হয়। কালী পুজোর রাতেই মা তারাকে সোনার গহনার সাজে সজ্জিত করা হয়। আর এই স্বর্ণালঙ্কার শোভিত রাজ রাজেশ্বরী বেশে মা তারার দর্শন পাওয়ার জন্য কালী পুজোর দু’দিন আগে থেকেই তারাপীঠে দর্শনার্থীদের ভিড় জাঁকজমকপূর্ণ। এই সময় তারাপীঠ মন্দির চত্বর থেকে শুরু করে গোটা তারাপীঠই উৎসবের আনন্দে সেজে উঠে।

IMG 20191027 123705
তারাপীঠের তারা মা।….ছবিঃ সৌগত মণ্ডল।

সেবায়েতদের মতে,অন্যান্য অমাবস্যা তিথির থেকে কালীপুজোর দিন গভীর রাতে নিশিপুজো হয় তারা মায়ের। নিশি পুজোর সময় মা তারাকে স্নান করিয়ে বেনারসী শাড়ির সঙ্গে সোনার গহনা দিয়ে সাজানো হয়। কালীপুজোর দিন মা তারার জন্য দু’বেলা অন্নের ভোগ হয়। অন্নের ভোগে থাকে খিচুড়ি,পোলাও,পাঁচ রকম ভাজা,দু’তিন রকমের তরকারি,মাছোও থাকে। একই সঙ্গে মন্দির চত্বরে ছাগ বলিদানের মাংস,পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টির ভোগ নিবেদন করা হয়। এ ছাড়াও সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টির ভোগ নিবেদন করা হয়।

IMG 20191027 123656
ছবিঃ তারাপীঠের মায়ের ভোগ। ……. ছবিঃ সৌগত মণ্ডল।

তারাপীঠ মন্দির সেবায়েত সমিতির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন,“মা তারা’র মন্দির চত্বরে আলোর মালায় সাজানো হচ্ছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারা মাতা সেবায়েত সমিতির পক্ষ থেকে গতকাল থেকেই সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছ।”

IMG 20191027 123648
তারাপীঠে কালীপূজা উপলক্ষে চলছে হোম যজ্ঞ। …. ছবিঃ সৌগত মণ্ডল।

মন্দির সেবায়েত সমিতির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ‘‘এলইডি আলোর রোশনাই থাকলেও সেবায়েত বাড়ির মহিলারা মাটির প্রদীপ জ্বালিয়ে যে ভাবে দীপাবলির রাতে মন্দির চত্বর সাজিয়ে তোলেন তা অত্যন্ত নান্দনিক এবং নয়নাভিরাম।’’

দেখুন ভিডিও…ভিডিওঃ সৌগত মণ্ডল। 

তারাপীঠে কালীপুজো উপলক্ষে মন্দির চত্বর থেকে শুরু করে শ্মশান এলাকায় পুলিশ,প্রশাসন থেকে বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য ইতিমধ্যেই তারাপীঠের ছোট,বড় লজগুলি ঝকঝক করছে দীপাবলির আলোর রোশনাইয়ে।


সম্পর্কিত খবর