বাংলা হান্ট ডেস্ক : টিআরপি (Target Rating Point) আর বর্ষার মেঘ বোধহয় একইরকম। এখনই মেঘ তো এখনই ছায়া। আজকেই নম্বর ভালো এলো তো কালকেই আবার টিআরপি-র মুখ ভার। ঠিক এমনটাই ঘটেছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সাথেও। একটা সময় সূর্য-দীপা আর মিশকার জটিল সম্পর্কের রসায়ন নিয়ে আগ্রহী থাকলেও এখন সেই মেগা থেকে মুখ ফিরিয়েছে দর্শক। গত কয়েক সপ্তাহ ধরে টপার পজিশন তো দূরের কথা সেরা পাঁচে থাকতেই হিমশিম খেয়ে যাচ্ছে সূর্য-দীপা।
এদিকে ‘অনুরাগের ছোঁয়া’ পিছিয়ে পড়তেই সেরার সেরা স্থানটি দখল করে নিয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। ৮.৫ নম্বর নিয়ে সেরার স্থানে বিরাজ করছে এই মেগা। ওদিকে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। রোহিত-ফুলকির ঝুলিতে এসেছে ৮.০ পয়েন্ট। এরপরেই জায়গা দখল করেছে ‘নিম ফুলের মধু’। সিরিয়ালটির দখলে রয়েছে (৭.৯) পয়েন্ট।
পর্ণা-সৃজনের মাখো মাখো প্রেম থেকে শুরু করে ফুলশয্যা দেখে বেজায় উৎসাহী হয়ে উঠেছে বাংলা টেলিভিশনের দর্শকরা। দর্শকদের ধারণা, খুব শীঘ্রই হয়ত পাওয়া যাবে পর্ণার প্রেগন্যান্সির খবর। ওদিকে দত্ত বাড়িতে চয়নের বৌ হয়ে বাড়িতে এসেছে রুচিরা। সেটা নিয়েও ধুন্ধুমার পর্ব চলছে সিরিয়ালটিতে। এরপরেই চতুর্থ স্থানে জায়গা দখল করেছে ‘কার কাছে কই মনের কথা’ (৭.১)।
আরও পড়ুনঃ কার্শিয়াংয়ে ভাইপোর বিয়েতে শ্রমিকদের পোশাকে চা বাগানে মমতা! গান গেয়ে জিতলেন পাহাড়ের মন
শিমুল নিজের উদ্যোগে তার দেওর পলাশের বিয়ে দিচ্ছে। এবার ঘরের বউ হতে চলেছে প্রতীক্ষা। অর্থাৎ লড়াই হবে আরও জোরদার। সেই সাথে টিআরপিও বাড়বে তরতর করে। তারপরেই রয়েছে স্টার জলসার ‘তোমাদের রাণী’। ৭.০ পয়েন্ট নিয়ে জলসার মুখ রেখেছে এই মেগা। তারপরেই ষষ্ঠ স্থানে জায়গা কোনোরকমে জায়গা করেছে এককালীন অপ্রতিরোধ্য বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’। সিরিয়ালটির ঝুলিতে এসেছে (৬.৯) পয়েন্ট।
রইল বাংলা টেলিভিশনের সেরা ১০ টি সিরিয়ালের তালিকা:
প্রথম: জগদ্ধাত্রী (৮.৫)
দ্বিতীয়: ফুলকি (৮.০)
তৃতীয়: নিম ফুলের মধু (৭.৯)
চতুর্থ: কার কাছে কই মনের কথা (৭.১)
পঞ্চম: তোমাদের রাণী (৭.০)
ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া (৬.৯)
সপ্তম: গীতা LLB (৬.৮)
অষ্টম: সন্ধ্যাতারা (৬.৬)
নবম: Love বিয়ে আজকাল (৬.৪)
দশম: জল থই থই ভালোবাসা (৬.১)
আরও পড়ুনঃ ‘লিঙ্ক নেই থেকে শুরু করে লাঞ্চ ব্রেকের বাহানা’, গ্রাহক হয়রানি বন্ধ করতে নয়া উদ্যোগ RBI-র
এদিকে নতুন সিরিয়াল মিঠিঝোরা-র দখলে এসেছে (৪.৫) পয়েন্ট। এবং আলোর কোলে শুরু করেছে (৫.২) পয়েন্ট দিয়ে। যদিও সেরা দশের তালিকায় জায়গা করতে পারেনি এই দুই মেগা। ওদিকে জি বাংলার ‘মিলি’ সিরিয়ালটির দখলে এসেছে মাত্র (৩.৮) পয়েন্ট। ওদিকে ঐ একই স্লটে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’র দখলে রয়েছে (৫.৫)।