শ্বেতা আসতেই গণ্ডগোল! TRP টপার খেতাব হাতছাড়া পর্ণার, সেরার সেরা কে? রইল ওলটপালট তালিকা

বাংলা হান্ট ডেস্ক: লক্ষ্মীবার মানেই TRP-র দিন। তবে এই সপ্তাহে একদিন দেরিতেই এল কাঙ্খিত রিপোর্ট কার্ড। তবে প্রশ্ন হল, গত বছরের শুরুতে প্রথম পাঁচে যেসব গল্প দেখা গেছিল, নতুন বছরেও কি তাদের দাপট বজায় রইল? তুলনা করলেই দেখা যায়, গত বছর আর এই বছরের টিআরপি (Target Rating Point) তালিকায় আকাশপাতাল তফাৎ। ২০২৩ এর অধিকাংশ টিআরপি টপারই হারিয়ে গেছে প্রতিযোগিতা থেকে। যে গুটিকয় আছে তারাও এখন বাদের দলেই।

বাংলা বিনোদন চ্যানেল বললে সবার আগে যে দুটি নাম উঠে আসে তা হল স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla)। অন্যান্য চ্যানেল থাকলেও এই দুই চ্যানেলের দাপট সর্বাধিক। আর টিআরপি-র খেলায় বরাবরই স্টার জলসা থাকত একটু উপরে। তবে এবছরের গল্প একটু অন্য। বিগত কয়েক মাস ধরেই জলসা-কে মাত দিয়ে চলেছে জি বাংলা। প্রথম থেকে পঞ্চম__সেরার স্থান দখল করে রেখেছে এই চ্যানেলটি।

অন্যথা হলনা এবারও। চলতি সপ্তাহে সেরার জায়গা দখল করে রেখেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। পুরো ৯ পয়েন্টের সাথে প্রথম স্থানে রয়েছে সে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। পর্ণা সৃজনের ঝুলিতে এসেছে ৮.৮ পয়েন্ট। ওদিকে তৃতীয় স্থানেও বজায় রইল জি-র দাপট। ৮.৬ পয়েন্ট নিয়ে সিরিয়ালটি রয়েছে তিন নম্বরে। এবং পঞ্চম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। সিরিয়ালটির ঝুলিতে রয়েছে ৭.৪ পয়েন্ট।

আরও পড়ুন : বছরের শুরুতেই সুখবর! বোনাস বাড়ছে সিভিক পুলিশদের, মিলবে এত টাকা

প্রথম পাঁচে কোনরকমে স্টার জলসার মুখ রক্ষা করেছে ‘গীতা LLB’। ৭.৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই মেগা। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’। সিরিয়ালটির ঝুলিতে রয়েছে ৭.৩ পয়েন্ট। তালিকার সপ্তম স্থানে রয়েছে ‘তোমাদের রাণী’ এবং ‘অনুরাগের ছোঁয়া’। গত বছরের শুরুতেও যে মেগা ছিল নম্বর ওয়ান পজিশনে আজ প্রথম পাঁচ থেকেও ছিটকে গেছে।

রইল এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকা :

1st •• জগদ্ধাত্রী ৯.০
2nd •• নিম ফুলের মধু ৮.৮
3rd •• ফুলকি ৮.৬
4th •• গীতা L.L.B ৭.৮
5th •• কোন গোপনে ৭.৪
6th •• কার কাছে কই মনের কথা ৭.৩
7th •• তোমাদের রাণী, অনুরাগের ছোঁয়া, সন্ধ্যাতারা ৬.৭
8th •• লাভ বিয়ে আজকাল ৬.৬
9th •• জল থই থই ভালোবাসা ৬.৪
10th •• ইচ্ছে পুতুল, কথা, ৬.১

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর