৩৪ বছর পর বঙ্গে বিশ্ব ইজতেমা! অথচ নেই পর্যাপ্ত ব্যবস্থা, তৃণমূল সরকারের তীব্র সমালোচনা তরুণজ্যোতির

Published on:

Published on:

Tarunjyoti Tewari has spoken out against the mismanagement at the Ijtema.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে আয়োজিত বিশ্ব ইজতেমাকে ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ সামনে আনলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। এই নিয়ে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্যে, পরপর দু’বছরে দেশে দু’টি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে—একটি উত্তরপ্রদেশে মহাকুম্ভ এবং অন্যটি পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা। দুই ক্ষেত্রেই মানুষের ঢল নামলেও প্রশাসনিক প্রস্তুতি ও ব্যবস্থাপনায় আকাশ-পাতাল পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।

বিশ্ব ইজতেমায় অব্যবস্থা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)

তরুণজ্যোতি তিওয়ারি ভিডিও বার্তায় উল্লেখ করেন, মহাকুম্ভ উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার কার্যত একটি অস্থায়ী শহর গড়ে তুলেছিল। লক্ষ লক্ষ তাবু ও আবাসন, অস্থায়ী রাস্তা, পন্টুন ব্রিজ, হাজার হাজার শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল, অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং খাবারের স্টল ও কমিউনিটি কিচেন—সব কিছুই ছিল সুপরিকল্পিত। প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় করলেও পর্যটন, পরিবহণ ও পরিষেবা খাতে রাজস্ব আয়ের বিপুল সম্ভাবনা তৈরি হয়, যা উত্তরপ্রদেশের অর্থনীতি ও ভাবমূর্তি দু’টিকেই শক্তিশালী করেছে বলে তাঁর দাবি।

আরও পড়ুন: একধাক্কায় TRP তলানিতে, এর মাঝেই ‘পরিণীতা’ ছাড়ছেন নায়ক! কী হবে এবার গল্পে?

এর বিপরীতে, দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে আয়োজিত বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে মুসলমানরা এলেও তাঁদের একাংশকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জ্যোতির দাবি অনুযায়ী, থাকার জায়গা, শৌচাগার, পানীয় জল, রাস্তা, পরিবহণ এবং স্বাস্থ্য পরিষেবার ঘাটতি চোখে পড়ছে। সাধারণ ইজতেমা-অংশগ্রহণকারীদের মুখেই অসন্তোষের কথা শোনা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

এই প্রেক্ষাপটে তরুণজ্যোতি তিওয়ারি প্রশ্ন তোলেন, যে রাজ্যে তৃণমূল কংগ্রেস বারবার মুসলমানদের সমর্থনে ক্ষমতায় আসে, সেই সরকার কি তাঁদের জন্য ন্যূনতম সম্মানজনক ব্যবস্থাও করতে পারল না। তাঁর মতে, সঠিক পরিকল্পনা থাকলে বিশ্ব ইজতেমাকেও রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও রাজস্ব আয়ের সুযোগ হিসেবে ব্যবহার করা যেত। কিন্তু তা না করে প্রশাসনিক উদাসীনতা দেখানো হয়েছে।

Tarunjyoti Tewari has spoken out against the mismanagement at the Ijtema.

আরও পড়ুন: একটি কার্ডেই মিলবে যাবতীয় সরকারি সুবিধা! জনকল্যাণে নয়া নজির যোগীরাজ্যে

ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে জ্যোতি বলেন, ভোটের সময় ধর্ম ও আবেগকে সামনে আনা হলেও দায়িত্ব পালনের সময় সেই একই জনগোষ্ঠীর প্রতি চরম অবহেলা করা হয়। তাঁর ভাষায়, এই ব্যর্থতা শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং রাজ্য সরকারের রাজনৈতিক চরিত্রেরই প্রতিফলন। বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশে পর্যাপ্ত প্রস্তুতির অভাব রাজ্যের ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।