আদালতে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের পক্ষে বিজেপি! হাইকোর্ট থেকে বড় বার্তা দিলেন তরুনজ্যোতি তিওয়ারি

Published on:

Published on:

Tarunjyoti Tewari says BJP stands firmly beside Hindu refugees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য রাজনীতির অত্যন্ত জনপ্রিয় মুখ তরুনজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য করে প্রায়ই তিনি খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি তিনি সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে আবারও খবরের শিরোনামে এসেছেন।

স্যোশাল মিডিয়া পোস্টে কী লিখেছেন তরানজ্যোতি (Tarunjyoti Tewari)?

সম্প্রতি তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari) সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা হিন্দু শরণার্থীদের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “হিন্দুদের পাশে, সর্বদা – ভারতীয় জনতা পার্টি।” এরপর তিনি লেখেন, “বিজেপি এবং দলের প্রতিটি কর্মী প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আশ্রয় নেওয়া প্রতিটি হিন্দুর পাশে দাঁড়ানোর জন্য। তাঁরা আমাদের আত্মীয়, আমাদের সম্পর্ক রক্তের ও ভালোবাসার।”

আদালতে শুনানি, দুই পক্ষকে নির্দেশ হাইকোর্টের

Gopal Gayali vs State of West Bengal & Ors মামলায় বৃহস্পতিবার শুনানি হয়। তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tewari) নেতৃত্বে বিজেপি পক্ষের দুটি দাবি ছিল। দাবি দুটি হল –

  1. ৩১ ডিসেম্বর ২০২৪-এর আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তাঁদের বিরুদ্ধে আর যেন Foreigners Act বা Passport Act-এর আওতায় মামলা না হয়।
  2. যেসব হিন্দু ভাই-বোন এখনো জেলে আছেন, তাঁদের যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়।

এই দাবির প্রেক্ষিতে হাই কোর্ট নির্দেশ দেয় যে –

  1. কেন্দ্র সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে হবে, কীভাবে ওই অর্ডার কার্যকর করা হবে।
  2. রাজ্য সরকারকেও দুই সপ্তাহের মধ্যে জানাতে হবে, বর্তমানে কতজন বাংলাদেশি হিন্দু জেলে রয়েছেন।

Tarunjyoti Tewari says BJP stands firmly beside Hindu refugees

আরও পড়ুনঃ যাঁর অভিযোগে গ্রেপ্তার সন্দীপ ঘোষ, সেই আখতার আলিকেই এবার দুর্নীতির অভিযোগে বরখাস্ত করল স্বাস্থ্য দপ্তর!

এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ২ সপ্তাহ পর। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari) বলেন, “হিন্দুদের স্বার্থ রক্ষা করা বিজেপির কর্তব্য, এবং বিজেপি সেটা করেছে, করছে, করবেই।” শেষে তিনি লেখেন, “হিন্দু হিন্দু ভাই ভাই। ভারতীয় জনতা পার্টি – হিন্দুদের পাশে ছিল, আছে, থাকবে।”