বাংলা হান্ট ডেস্কঃ মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার টাকা খরচ করে মাঠে গিয়েছিলেন বহু মানুষ। কিন্তু শেষ পর্যন্ত হতাশা ছাড়া কিছুই জোটেনি। সম্প্রতি এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)।
কী অভিযোগ তরুণজ্যোতির (Tarunjyoti Tewari)?
বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও অনেক দর্শক মেসিকে সামনে থেকে দেখতে পাননি। এর কারণ জানিয়ে তরুণজ্যোতি অভিযোগ করে বলেন, “মেসিকে ঘিরে রেখেছিল কিছু ‘চাল চোর’ ও ‘কাটমানি খোর’ তৃণমূল নেতা। ফলে সাধারণ দর্শকদের জন্য মেসিকে কাছ থেকে দেখার সুযোগই ছিল না।”
তরুণজ্যোতি (Tarunjyoti Tewari) বলেন, মাঠে গিয়ে দর্শকদের শেষ পর্যন্ত ভরসা করতে হয়েছে জায়ান্ট স্ক্রিনের উপর। তিনি বলেন, “এইভাবে তো বাড়িতে বসে টিভিতেও দেখা যেত, মোবাইলের স্ক্রিনেও দেখা যেত। তাহলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটার কি মানে ?”
ভিডিওতে তিনি আরও বলেন, যারা প্রকৃত মেসি ভক্ত, তারা শুধুমাত্র এক ঝলক দেখার আশায় মাঠে গিয়েছিলেন। এই প্রসঙ্গে তরুণজ্যোতি (Tarunjyoti Tewari) বলেন এমন অনেকে আছেন যারা ক্ষমতার বাইরে গিয়ে শুধুমাত্র মেসিকে একবার দেখার আশায় টিকিট কেটেছিলেন। কিন্তু তাঁদের সেই আবেগের কোনও মূল্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ মেসির পায়ের তলায় বিবেকানন্দ! বাঙালি অস্মিতায় সরাসরি ‘আঘাত’, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন সৌমিত্র খাঁ
এরপরই বিস্ফোরক প্রশ্ন তোলেন প্রশ্ন তোলেন তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। তিনি প্রশ্ন তুলে বলেন টিকিট বিক্রির টাকা থেকে কি তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী খরচের কিছুটা তুলে নিল? এই বিষয়টি সাধারণ মানুষের ভেবে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শেষে কড়া ভাষায় তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, “চাল চোরগুলো মানুষের আবেগকে বিক্রি করে নিজেদের নির্বাচনী খরচের কিছুটা তুলে নিল।”












