“আপনি ‘স্বজাত্যবোধ’ শেখাবেন? নিজেই তো উত্তরপ্রদেশের!” ফেসবুক পোস্টে অভিষেককে ধুয়ে দিলেন তরুণজ্যোতি

Published on:

Published on:

Tarunjyoti Tiwari Slams Abhishek Banerjee Over NRC and Political Hypocrisy

বাংলা হান্ট ডেস্কঃ NRC, ফুটবল আবেগ, ‘স্বজাত্যবোধ’, এই সবকিছু একযোগে নিয়ে অভিষেক ব্যানার্জিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। এদিন ফেসবুক পোস্টে তরুণজ্যোতি তিওয়ারি সরাসরি অভিষেককে উদ্দেশ্য করে অভিযোগ করে বলেন যে, “অভিষেক ব্যানার্জি রাজনৈতিক সুবিধাবাদী। NRC থেকে আরজি কর আন্দোলন, সবকিছুকেই তিনি নিজের জনপ্রিয়তা বাড়ানোর কাজে ব্যবহার করছেন।”

“স্বজাত্যবোধ”? না কি সদ্য তৃণমূল-ঘেঁষা রাজনৈতিক সুবিধাবাদ?” বিস্ফোরক মন্তব্য তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tiwari)

এদিন ফেসবুকে পোস্ট করে তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tiwari) লেখেন, ” East Bengal–Mohun Bagan নিয়ে আবেগ থাকতেই পারে। কিন্তু সেই আবেগকে রাজনীতির বাজারে বিক্রি করা অভিষেক ব্যানার্জির মতো সুবিধাবাদীদের কাজ। তিনি এখন NRC বা RG Kar আন্দোলনের মতো গম্ভীর বিষয়কেও নিজের রাজনৈতিক হাইপ তোলার মাধ্যম বানিয়েছেন।

আপনি নিজেই তো ব্যানার্জি—মানে কানউজিয়া ব্রাহ্মণ, মানে উত্তর প্রদেশের শাখা। এখন আপনি বাংলার “স্বজাত্যবোধ” শেখাবেন? যদিও পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ ও কায়স্থ দের বেশিরভাগের আগমন হয়েছিল উত্তর ভারত থেকে। আপনি জেনেও জানবেন না। নাটকটা জানেন খালি। আর NRC নিয়ে এত জ্ঞান দিচ্ছেন, কিন্তু এটা তো জানেনই—ভারতবর্ষে NRC নিয়ে কোথাও কোনো কাজই হচ্ছে না, শুধু অসম ছাড়া। আর সেই অসমেও NRC হয়েছে Congress সরকারের করা Assam Accord অনুযায়ী, যার উপর স্বাক্ষর করেছিলেন রাজীব গান্ধী নিজে। আজ সেই ইতিহাস conveniently ভুলে গেলেন? তাহলে প্রশ্ন হল—আপনি NRC নিয়ে যা বলছেন, তা মূর্খতা না ভণ্ডামি?

আপনি যখন “স্বজাত্যবোধ”-এর কথা বলেন, তখন রাজেশ সরকার, তাপস বর্মণ (দারিভিটের) দের কথা ভুলে যান কি করে ? —তাদের জন্য আপনার ‘স্বজাতি’ জেগে ওঠে না কেন? বাংলাদেশ থেকে হিন্দু বাঙালিরা পালিয়ে এসেছিল কার কারণে? তাদের ওপর যে ধর্মীয় নিপীড়ন হয়েছিল, তাদের যারা তাড়িয়েছিল—তাদের ভাষা কি ছিল? সেই প্রশ্নে আপনার গলায় নীরবতা কেন? আজ যাদের সঙ্গে আপনার দিদি-ভাই সম্পর্ক, যাদের হাতে আজও আপনার দলের কর্মীরা রক্তাক্ত হয়, তাদের নিমন্ত্রণ করে খাওয়াতে আপনি গর্ব অনুভব করেন? এটাই কি আপনার সৌজন্যবোধ? কর্মীদের রক্তের দাম নেই তাই না?

আপনার রাজনীতি এখন আর আদর্শ নির্ভর নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই— অধীর বাবুর পর আপনার নিজের দলে আপনার অবস্থা ছাগলের তিন নম্বর বাচ্চার থেকেও অপ্রাসঙ্গিক, তাই তৃণমূলের নৌকায় চড়ার জন্য আপনি এখন “স্বজাত্যবোধ”, “ফুটবল”, “আন্দোলন”—সবকিছুকে অপব্যবহার করছেন নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য।

“আমাগো একখান দ্যাশ ছিল” এই কথাটার মানে আপনার মত লোকজন বুঝবে না। দেশটা যাদের ছিল এবং যাদের জন্য তারা নিজের দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছিল তারা জানে। বাঙালি আর বাং – আলী এক না। ভাষা এক ছিল কিন্তু তারপরও নিজের দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছিল।

মালদা মুর্শিদাবাদে হিন্দু বাঙালি দের কারা হত্যা করলো? ভাষা কি ছিল? পশ্চিমবঙ্গের ইতিহাস এর সাথে উত্তরপ্রদেশের সম্পর্ক নিয়ে আপনাকে বোঝানোর দরকার নেই কারণ ওটা বোঝার ক্ষমতা আপনার নেই। থাকলে ভুলভাল লিখতেন না। আমরা ফুটবল ভালোবাসি, আন্দোলন বুঝি—কিন্তু রাজনৈতিক ভণ্ডামিকে মাথা নত করি না। আপনার মুখোশ সবাই চিনে ফেলেছে, অভিষেক।”

Tarunjyoti Tiwari Slams Abhishek Banerjee Over NRC and Political Hypocrisy

আরও পড়ুনঃ পুজোর আগেই চালু হচ্ছে AC লোকাল? এক নজরে দেখে নিন ভাড়ার তালিকা

উল্লেখ্য, ফেসবুক পোস্টে অভিষেক ব্যানার্জি কে নিয়ে তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari) মন্তব্য ইতিমধ্যে ঝড় তুলেছে রাজ্যের রাজনীতিতে। এখন এই মন্তব্যে কি জবাব দেন অভিষেক সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।