বাংলা হান্ট ডেস্কঃ এক বাঙালি মায়ের সন্তান জন্মের পর ‘চুরি’ হয়ে গেল। পাঁচ বছর কেটে গেলেও এখনো কোন খোঁজ নেই সেই শিশুর। একটা হাসপাতাল থেকে কোথায় গেল সেই শিশু? তা নিয়ে আজও কোনো উত্তর নেই রাজ্যের। প্রশাসনের এই নীরবতা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। সম্প্রতি ফেসবুকে ও টুইটারে তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari) রাজ্য সরকারকে কটাক্ষ করে লিখেছেন, “চাকরি বিক্রি, ভোট লুঠের পর এবার শিশু চুরি? বাংলা কি এখনও ঘুমাচ্ছে?”
প্রসঙ্গত, ২০২০ সালে চন্দননগরের এক মা একটি পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুর শ্বাসকষ্ট থাকায় তাঁকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে রেফার করা হয়। শিশুটিকে ভর্তি করা হয় এসএনসিইউ (Special Newborn Care Unit)-তে। মা প্রতিদিন বুকের দুধ পাম্প করে হাসপাতালে পৌঁছে দিচ্ছিলেন। কিন্তু একবারও তাঁকে নিজের সন্তানকে দেখানো হয়নি।
কয়েকদিন পর মা-বাবা জোর করে ইউনিটে ঢুকে সন্তানকে দেখতে চাইলে হাসপাতাল জানায় তাঁদের সন্তান দু’সপ্তাহ আগেই মারা গিয়েছে। তাদের এক মৃত শিশু দেখিয়ে বলা হয়, “এটাই তোমাদের সন্তান।” কিন্তু মায়ের সন্দেহ হয়। তিনি বলেন, “এটা আমার বাচ্চা না।” এরপর দম্পতি কলকাতা হাই কোর্টে যান। আদালতের নির্দেশে ডিএনএ টেস্ট করা হয়। সেই পরীক্ষায় স্পষ্ট হয় যে, যে মৃতদেহ দেখানো হয়েছিল, সেটি তাঁদের সন্তানের নয়। সিআইডি-র রিপোর্টেও এই তথ্য স্বীকার করা হয়। কিন্তু অবাক করা বিষয়, আজও সেই শিশু কোথায় তা জানে না কেউ।
৫ বছরেও উত্তর নেই, তিওয়ারির (Tarunjyoti Tiwari) তোপ প্রশাসনের বিরুদ্ধে
এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। নিজের ফেসবুক (facebook) ও এক্স (X) প্রোফাইলে তিনি লেখেন, “শুধু চাকরি বিক্রি, দুর্নীতি, ভোট কারচুপি নয়, এখন বাংলায় শিশু চুরি পর্যন্ত হচ্ছে। একজন মায়ের সন্তান পাঁচ বছর ধরে নিখোঁজ, আর সরকার এখনও তদন্তে ‘সময়’ চাইছে! এটাই বাংলার আইন-শৃঙ্খলার বাস্তব ছবি। বাংলার মা-বোনেরা চুপ থাকলে কাল আপনার সন্তানের সঙ্গেও এমনটা হতে পারে।”
আরও পড়ুনঃ আজ বাংলায় বিশেষ সফরে রাষ্ট্রপতি! কোন কোন রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল? দেখে নিন এক নজরে
উল্লেখ্য, সেই মা আজও জানেন না তাঁর সন্তান কোথায়। তিনি জানেন না কাকে দোষ দিতে হবে। কেবল জানেন, তিনি একজন মা, যিনি তাঁর সন্তানকে হারিয়েছেন। আর একজন মা, যিনি সন্তান হারিয়েছেন, তিনি কখনও ঘুমান না। পাঁচ বছর কেটে গেলেও এখনও সন্তানকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করছেন সেই মা! এই ঘটনায় সরব হয়ে রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন বিরোধীদের, কোথায় সেই শিশু? আর কতদিন মুখ ফিরিয়ে থাকবে বাংলা?