বাংলা হান্ট ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক-গায়ক অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের নতুন গানকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি মিলনমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘হুলি-গান-ইজম’ অনুষ্ঠানের মঞ্চে অনির্বাণ একাধিক রাজনৈতিক ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন। সেই গানে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, শতরূপ ঘোষ সহ বঙ্গ রাজনীতির একাধিক নেতাকে একসঙ্গে তুলে ধরেন তিনি। সেই গান ও পারফরম্যান্সের ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন শুরু হয়েছে।
তবে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েই নয়, গানের মাঝে অনির্বাণ সনাতন ধর্ম এবং সনাতনীদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেন, যার ফলে শুরু হয় তুমূল উত্তেজনা। গানের মাঝে অনির্বাণের সনাতন ধর্ম ও সনাতনীদের নিয়ে করা কিছু মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। সম্প্রতি তরুণজ্যোতি তিওয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনির্বাণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন, যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
অনির্বাণকে ‘দুই পয়সার ভামের বাচ্চা’ বলে কটাক্ষ করলেন তরুণজ্যোতি (Tarunjyoti Tiwari)
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্টে করে তার ক্যাপশনে তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari) লেখেন, “এই দুই পয়সার ভামের বাচ্চা কে সনাতন এবং সনাতনীদের অপমান করার সাহস কে দিল? সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার কে দিল? অনির্বাণ ভট্টাচার্য, পরেরবার এই ভুলটা করবেন না। ভারত ভ্রমণ করানো হবে আপনাকে তাহলে। এটাকে হুমকি ভাববেন না, উপদেশ হিসাবে নেবেন।”
তরুণজ্যোতি তার ভিডিওতে অনির্বাণকে উদ্দেশ্য করে বলেন, অনির্বাণ চাইলে রাজনৈতিক নেতাদের নিয়ে গান করতেই পারেন, সেটি তাঁর বাকস্বাধীনতার অংশ, কিন্তু ততক্ষণ, যতক্ষণ না পর্যন্ত তিনি কাউকে অপমান করছেন। এরপর অনির্বাণের দিকে প্রশ্ন তুলে তরুণজ্যোতি বলেন, “আপনার গানের মাঝখানে সনাতন ধর্ম, সনাতনী এগুলোকে টানার মানে কি ছিল? এগুলো নিয়ে খিল্লি করার কারণ কি? যখন আপনি সনাতনীদের নিয়ে খিল্লি করছিলেন, তখন অনেকেই হাসছিল। সাহস আছে নাকি অনির্বাণবাবু ইসলাম নিয়ে এরকম কিছু বলার?”
ভিডিওতে তরুণজ্যোতি খানিকটা হুমকির সুরেও বলেন যে, “গান করুন, ব্যান্ড করুন, রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যঙ্গ করুন, কিন্তু ভবিষ্যতে সনাতন ধর্ম নিয়ে খিল্লি করার চেষ্টা করবেন না। এবার শুধু বললাম, তবে আবার এমন করলে কোর্টে দেখা হবে। গ্যারান্টি দিচ্ছি, আপনার ভারত ভ্রমণের ব্যবস্থা হয়ে যাবে।”
এরপর কটাক্ষের সুরে তরুণজ্যোতি (Tarunjyoti Tiwari) আরও বলেন যে, “আপনি যে এত ফটরফটর করে কথা বলছেন, তার জন্য ধন্যবাদ দিন আপনার বাবা-মাকে, যারা সেই বিশেষ রাতে মেডিকেল স্টোরে যায়নি। ধন্যবাদ জানান যে আপনার জন্ম এই সনাতনের মাটিতে হয়েছে। কোনও ইসলামিক দেশে যদি আপনার জন্ম হত আর সেখানে যদি ইসলাম বিরোধীদের নিয়ে কিছু বলতেন, তাহলে আপনার কী অবস্থা হতো আপনি নিজেই জানেন।”
আরও পড়ুনঃ ২০১৪ নয়, ২০২৪ পর্যন্ত ভারতে আসা সংখ্যালঘুরা থাকবেন প্রমাণ ছাড়াই, বড় ঘোষণা কেন্দ্রের
অভিনেতা-গায়কের রাজনৈতিক স্যাটায়ার ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। অনির্বাণ ভট্টাচার্যের গানকে একদিকে রাজনৈতিক ব্যঙ্গাত্মক হিসেবে দেখা হলেও অন্যদিকে গানের কিছু অংশে সনাতন ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেছেন অনেকেই। তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tiwari) ভিডিও বার্তা তেমনটাই ইঙ্গিত দিয়েছে। যদিও এই নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানাননি অনির্বাণ।