বাংলাহান্ট ডেস্ক : রাজনীতিতে পা রাখতে চলেছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)? বাংলার রাজনীতিতে এখন এমনই গুঞ্জন তুঙ্গে। সবথেকে বড় খবর হল, বিজেপির হাত ধরেই নাকি রাজনীতিতে প্রবেশ ঘটতে চলেছে ‘লজ্জা’র লেখিকার। বাংলায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। আর লড়াইয়ের ময়দানে তসলিমাই (Taslima Nasrin) নাকি বড় ‘ট্রাম্প কার্ড’ হতে চলেছেন বলে খবর সূত্রের।
বিজেপির হয়ে প্রচারে নামবেন তসলিমা (Taslima Nasrin)?
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিজেপির হয়ে নাকি এবার প্রচারে নামতে চলেছেন খ্যাতনামা লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। হাইভোল্টেজ এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক, বিরোধী দুই শিবিরই সাজাতে শুরু করে দিয়েছে রণকৌশল। আর বিজেপির হয়ে নাকি এবার বড় চমক দিতে চলেছেন তসলিমা (Taslima Nasrin)।
মুসলিম ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা বিজেপির: ওয়াকিবহাল মহল বলছে, বাংলায় সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের উপরে তৃণমূলের একচ্ছত্র অধিকারকে নির্মূল করতেই তসলিমায় (Taslima Nasrin) ভরসা রাখছে গেরুয়া শিবির। বাংলাদেশি লেখিকার মাধ্যমেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে প্রভাব বিস্তার করার লক্ষ্যে রয়েছে বিজেপি? সূত্রের খবর বলছে এমনটাই। তবে কি ছাব্বিশের বিধানসভা ভোটে আরো জোরালো হতে চলেছে শাসক-বিরোধী টক্কর? ভোট ব্যাঙ্ক কি ভাগ হতে চলেছে? উঠতে শুরু করেছে প্রশ্ন।
আরো পড়ুন : মিথ্যে পরিচয়ে বিয়ে, চলছে একাধিক মামলা? কাশ্মীর হামলায় মৃত বিতানের স্ত্রী বাংলাদেশি! পরিবারেই উঠল অভিযোগ
কী বলছে রাজনৈতিক মহল: সূত্রের খবর বলছে, তসলিমার প্রচারে ভর করেই রাজ্যে শাসক দলের সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ ভাগ করার লক্ষ্যে রয়েছে বিজেপি। বিশেষ করে কিছু কিছু আসন ফলাফল নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে এই ভোট ব্যাঙ্ককে। সে কথা মাথায় রেখেই কি নতুন করে ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবির? সূত্র এও বলছে, শুধুমাত্র ভোট প্রচার নয়, সংসদেও নাকি তসলিমার (Taslima Nasrin) জন্য একটি আসন দাবি করা হয়েছে বিজেপির একাংশের তরফে। শোনা যাচ্ছে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য নাকি রেখেছেন এ প্রস্তাব।
আরো পড়ুন : ‘প্ল্যান এ’ ব্যর্থ হলে ‘প্ল্যান বি’ ধরেই হামলা পহেলগাঁওতে! বিষ্ফোরক তথ্য ফাঁস হওয়ায় বদলাবে তদন্তের অভিমুখ?
বাংলাদেশের খ্যাতনামা লেখিকা তসলিমা নাসরিন। স্পষ্টবাদী হিসেবে সুপরিচিত লেখিকা বহুদিন ধরেই কাটাচ্ছেন নির্বাসিত জীবন। বর্তমানে তিনি রয়েছেন ভারতেই। বহুবার স্বধর্মের মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। এহেন তসলিমাকে যদি প্রচারে নামানোর সিদ্ধান্ত নেয় বিজেপি, তা যে নিঃসন্দেহে একটা বিরাট চমক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এ বিষয়ে তসলিমা বা বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণাই করা হয়নি এখনো। ফলত এ কি শুধুই গুঞ্জন, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো গভীর অঙ্ক, তা এখনো স্পষ্ট নয়।