বাংলা হান্ট ডেস্ক : বরাবর তাঁকে চাঁচাছোলা ভাষায় কথা বলতে দেখা গিয়েছে, যেটা তাঁর ঠিক মনে হয়েছে তিনি তেমনটাই কথা বলেন যদিও তাঁকে বিতর্কের মধ্যে পড়তে হয় তবে এবার হায়দরাবাদের তরুণী গণধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত চার আসামিকে পুলিশের এনকাউন্টার নিয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।
তাঁর মতে অপরাধীদের মেরে ফেলাটা খুবই সহজ কিন্তু তাতেই তাঁরা অপরাধী না হয়ে ওঠেন তার জন্য এমন ভাবে শিক্ষিত করতে হবে যেটা করা একেবারেই সহজ নয়, পাশাপাশি তিনি আরও বলেন আমরা সহজ পথকেই বেছে নিই। যদিও শুধুমাত্র তসলিমা নাসরিন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ ও মন্ত্রী মানেকা গাঁধী একই কথা বলেছেন।
বিজেপি সাংসদ ও মন্ত্রী মানেকা গাঁধী যাকে খুশি এভাবে মারতে পারা যায় না এবং আইন নিজের হাতে তুলে নিতে পারা যায় না বলে মন্তব্য করেন, একই সঙ্গে তিনি আরও বলেন অভিযুক্তদের তো আদালতে ফাঁসিই হতো। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে এটা আইন নয় যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম, আইন এটাই পুলিশ তার কাজ করবে আদালতে পেশ করবে বিচারক বিচারকের কাজ করবেন।
তবে যে যাই বলুক না কেন পুলিশদের দিকেই পাল্লা ভারী কারণ বিভিন্ন তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই পুলিশকে অভিনন্দন জানাচ্ছেন এই কাজ করার জন্য। অনেকেই বলছেন পুলিশের এই ধরনের রাগ থাকাই উচিত তা হলে ধর্ষকদের মনে ভয় ঢুকবে। অন্যদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে নির্ভয়ার মা আশা দেবী সমস্ত রাজ্যের পুলিশদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।