‘নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে  বিজেপি কী করবে’, নাম না করেই মিঠুনকে কটাক্ষ তসলিমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘আমি জাত গোখরো, এক ছোবলে ছবি’, বিজেপিতে (bjp) যোগ দিয়ে মঞ্চ থেকে জনতার উদ্দেশে এমনি বক্তব‍্য রেখেছিলেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। আর তাঁর এই সংলাপকে হাতিয়ার করেই মহাগুরুকে তীব্র কটাক্ষ করলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন (taslima nasrin)।

নিজের ফেসবুক হ‍্যান্ডেলে কারোর নাম না করেই একটি পোস্ট করেন তসলিমা। তীব্র কটাক্ষ হেনে তিনি লেখেন, ‘নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে  বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে!  কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!’


এর আগে রুদ্রনীলের বিজেপিতে যোগদান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তসলিমা নাসরিন। সোশ‍্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেছিলেন তিনি। একটি বড়সড় পোস্ট করেন সোশ‍্যাল মিডিয়ায়।

বাংলাদেশি সাহিত‍্যিক লেখেন, এক আলোচনায় রুদ্রনীল নাকি মন্তব‍্য করেছিলেন এখন আর পুরুষতন্ত্র নেই। নারী নির্যাতন হলেও তা মহিলাদের দোষেই হয়। এরপর নাকি বাকি আলোচনাটা ওই ‘জ্ঞানী ব‍্যক্তির’ বক্তৃতা শুনেই গিয়েছিলেন তসলিমা।


তবে এসবের পাশাপাশি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দ্রুত সুস্থতা কামনা করতেও ভোলেননি বাংলাদেশি লেখিকা। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের হাসপাতালে চিকিৎসাধীন একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে, শুনেছি, কিছু লোক তাঁকে আক্রমণ করেছে।  গোঁড়ালির হাড়, লিগামেন্ট, ডান কাঁধ — সবখানে আঘাতের চিহ্ন। আমাদের ভোলা উচিত নয় যে পুরো ভারতে তিনিই একমাত্র মূখ্যমন্ত্রী, যিনি পুরুষ নন। তিনি চান বা না-চান, এই পুরুষের সমাজে তাঁর দ্বিগুণ নিরাপত্তা দরকার।’

সম্পর্কিত খবর

X