‘নুসরত-যশ গোপনে বিয়ে করেছে জানলেও অবাক হব না’, সন্তানের পিতৃপরিচয় সামনে আনায় রেগে আগুন তসলিমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগে পর্যন্তও সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (nusrat jahan) প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাংলাদেশের খ‍্যাতনামা লেখিকা তসলিমা নাসরিন (taslima nasrin)। নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করে সন্তানসম্ভবা হওয়া এবং পিতৃপরিচয় ছাড়াই সন্তানকে বড় করে তোলার সিদ্ধান্তকে বাহবা জানিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন তসলিমা। কিন্তু দুদিন যেতে না যেতেই ভুল ভাঙল তাঁর। ঘোষনা করলেন আর পাঁচটা মেয়ের মতোই নুসরত, কোনো প্রতিবাদী নন তিনি।

হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ কী লেখিকার? আসলে বুধবার রাতে নুসরতের সন্তানের পিতৃপরিচয় সামনে আসার পরেই ক্ষেপেছেন তিনি। এদিন কলকাতা পুরসভার ওয়েবসাইট মারফত জানা যায়, নুসরতের ছেলে ঈশান জে দাশগুপ্তর বাবা দেবাশিস ওরফে যশ দাশগুপ্ত। জানাব না জানাব না করেও শেষমেষ ছেলের জন্মনথিতে বাবার পরিচয় উল্লেখ করেছেন নুসরত।


আর এই কাণ্ডেই রেগেছেন তসলিমা। ফেসবুকে বড়সড় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। লিখেছেন, ‘কলকাতার অভিনেত্রী নুসরতকে সে যতটা না বিল্পবী তার চেয়ে বেশি ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম নুসরত তার সন্তানকে শুধু নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে। কার স্পার্ম সে নিয়েছে গর্ভবতী হওয়ার জন্য, সেটা মোটেও উল্লেখযোগ্য ব্যাপার হবে না। কিন্তু না, নুসরত আসলে অন্য যে কোনও রমণীর মতোই রমণী। সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম। তার সর্বক্ষণের সঙ্গীই সন্তানের পিতা।’

তবে নিখিল জৈনের সঙ্গে বিয়েটা অস্বীকার করার পেছনে নুসরতের যে যুক্তি তা সমর্থন করেছেন তসলিমা। অভিনেত্রী দাবি করেছিলেন নিখিলের সঙ্গে তুরস্কে বিয়েটা অবৈধ। বিয়ের রেজিস্ট্রিও হয়নি। কিন্তু লেখিকার প্রশ্ন, এই যে লুকোচুরি সন্তানের বাবা কে তা জানানোর ব্যাপারে, তার কোনো দরকার ছিল না। তসলিমার কথায়, তিনি অবাক হবেন না যদি কোনওদিন প্রকাশ হয় যে গোপনে নুসরত যশকে বিয়েও করেছেন।

এখানেই না থেমে তসলিমার তীব্র কটাক্ষ, ‘প্রচুর লেখালেখি, প্রচুর স্বাগত জানানো, শুভেচ্ছা জানানো, স্যালুট জানানো এসব বরং এক্সট্রা অরডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছক ভাঙ্গা মেয়েদের জন্য তোলা থাকুক। ট্রাডিশনাল মেয়েদের পেছনে সময় নষ্ট করা, তাদের বাহবা দেওয়া আপাতত স্থগিত থাকুক।’


এর আগে নুসরত মা হওয়ার পর তসলিমা বলেছিলেন, ‘নুসরত কার সন্তানের মা হবেন সেটা তার ইচ্ছে। স্পার্ম কার সেটা বড় কথা নয়, তার বাচ্চা নিতে ইচ্ছে করছে, সে নিচ্ছে। গর্ভে যে ধারণ করে, বাচ্চা মূলত তার।’

X