মা হওয়ার জন‍্য এত ব‍্যাকুলতা কেন? পরীমণির সুখবরের পরেই নাম না করে প্রশ্ন তসলিমা নাসরিনের

বাংলাহান্ট ডেস্ক: গত সোমবার জোর গলায় মা হতে চলার খবর জানিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি (porimoni)। ওপার বাংলারই জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজকে গোপনে বিয়ে করেছেন তিনি। এবার দুজনের সংসার তিনজনের করার পালা। আনন্দে ফুটছেন পরীমণি। ভাবী সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। এর মাঝেই ভাইরাল বাংলাদেশের প্রখ‍্যাত লেখিকা তসলিমা নাসরিনের (taslima nasrin) পোস্ট। মেয়েদের সন্তান জন্ম দেওয়ার এত দরকার কেন? প্রশ্ন তুলেছেন তিনি।

না, দীর্ঘ পোস্টে কোনো নাম উল্লেখ করেননি লেখিকা। স্রেফ প্রশ্ন তুলেছেন মহিলা জাতির প্রতি, তিরিশ পেরোলেই মেয়েরা মা হওয়ার জন‍্য ব‍্যাকুল হয়ে ওঠেন কেন? এমনকি যে নারীরা সমাজের চোখে তথাকথিত ‘সাহসী’, ‘ব‍্যতিক্রমী’। সেই নিয়ম ভাঙা মেয়েরাও তিরিশ পেরোলেই নিয়ম মেনে মা হওয়ার জন‍্য উঠেপড়ে লাগেন কেন? প্রশ্ন করেছেন তসলিমা।

712781 taslima nasreen 1
আর তাঁর এই পোস্ট দেখেই অনেকে পালটা প্রশ্ন ছুঁড়েছেন, পরীমণির মা হতে চলার সুখবরটা শুনেই কি এমন প্রতিক্রিয়া তসলিমার? অভিনেত্রী মাদক কাণ্ডে জড়ানোর পর থেকে আর কাউকে পাশে পান না পান, তসলিমা নাসরিনের সমর্থন পেয়েছিলেন তিনি। লেখিকা প্রশ্ন করেছিলেন, মদ‍্যপান করা বা নগ্ন ছবি তোলা তো অপরাধ নয়। তবে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হল পরীমণিকে?

ব‍্যতিক্রমী নারী হিসাবে তসলিমার নজর কেড়েছিলেন পরীমণি। কিন্তু সেই তিনিই গোপনে বিয়ে করে এখন মা হতে চলার সুখবর জানাচ্ছেন! এতেই কি ক্ষুন্ন হয়েছেন তসলিমা? তিনি লিখেছেন, ‘এই ব্যাকুলতা কতটা নিজের জন্য, কতটা পুরুষতান্ত্রিক রীতিনীতি মানার জন্য?  আমি কিন্তু মনে করি নিজের জন্য   নয়, মেয়েরা সন্তান জন্ম দিতে চায় সমাজের দশটা লোকের জন্য। বাল্যকাল থেকে শুনে আসা শিখে আসা  ‘মাতৃত্বেই নারীজন্মের সার্থকতা’ জাতীয় বাকোয়াজ  মস্তিস্কে কিলবিল করে বলেই মনে করে ইচ্ছেটা বুঝি নিজের।’

তসলিমার বক্তব‍্য, ‘পৃথিবীর প্রচুর শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ে  বিয়ে করেনি,  সন্তান  জন্মও দেয়নি।’ উল্লেখ‍্য, এর আগে নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তসলিমা নাসরিন। কিন্তু নুসরত নিজের সন্তানের পিতৃপরিচয় ঘোষনা করতেই ধাক্কা খেয়েছিলেন লেখিকা। এমনটা  আশা করেননি তিনি, প্রকাশ‍্যেই জানিয়েছিলেন তিনি। ‘সাহসী’ হতে পারেননি নুস‍রত। পরীমণির উপরেও সেই কারণেই অভিমান লেখিকার? মেলেনি উত্তর।


Niranjana Nag

সম্পর্কিত খবর