‘দলের নেতানেত্রীর কোনো রাজনৈতিক আদর্শ নেই’, বাবুল সুপ্রিয়র দলবদল নিয়ে কটাক্ষ তসলিমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাবুল সুপ্রিয়র (babul supriyo) ভোলবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও (taslima nasrin)। নাম না উল্লেখ করে পরোক্ষে তোপ দাগতে দেখা গিয়েছে তাঁকে। তিন দিন আগেই দীর্ঘদিনের দল বিজেপিকে ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। তারপর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচিত হয়ে চলেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে তসলিমা তীব্র কটাক্ষ শানিয়ে লিখেছেন, ‘লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলো সিনেমার নায়ক নায়িকা যারা রাজনীতির কিছুই জানেনা তাদের দলের সদস্য করতে পছন্দ করে। এবং যারা বিরোধী রাজনৈতিক দল ছেড়ে এসেছে, টাকা পয়সা এবং সুযোগ সুবিধের লোভ দেখিয়ে সেই বিশ্বাসঘাতকদের দলে টানতে পছন্দ করে। দলের নেতা নেত্রীর ভালো কোনও রাজনৈতিক আদর্শ না থাকলে আদর্শহীন সদস্য নিয়ে তাদের আপত্তি থাকে না। এসব হাবিজাবিকেই আমরা ” গণতন্ত্র” বলে মেনে নিই।’


কোনো নাম উল্লেখ না করলেও আক্রমণটা যে তিনি কাকে করেছেন তা বুঝতে বাকি নেই কারোর। এমনকি এই পোস্ট মারফত যে একটা বাবুল নন, দলের আরো একজনকে তসলিমা বিঁধেছেন তা মনে করেছেন বিশেষজ্ঞরা। যদিও বাবুল সুপ্রিয়র তরফে এর কোনো উত্তর পাওয়া যায়নি।

গত শনিবার শনিবার তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে বাবুলের পার্টিতে যোগদানের ছবি প্রকাশ করা হয়। তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায় অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। ছবিগুলি শেয়ার করে বাবুলকে তৃণমূলের অভ‍্যন্তরে সাদরে স্বাগত জানানো হয়।

পরদিন সাংবাদিক বৈঠক করে বাবুল সুপ্রিয় বলেন, ট্রোল নিয়ে তিনি ভাবিত নন। দলবদলের কারণ নিয়ে তিনি জানান, রাজনৈতিক সন্ন‍্যাস নেওয়ার চিন্তাটা ভুল ছিল। রিজার্ভ বেঞ্চে বসতে চান না তিনি। প্রথম একাদশেই থাকতে চান। তৃণমূল বড় সুযোগ দিয়েছে। এভাবেই তিনি বুঝিয়ে দেন মন্ত্রীত্ব যেতেই ফুলবদল করেছেন প্রাক্তন মন্ত্রী।

X