‘ভারতের জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ালে তবেই হিজাব পরবো”, ইরানে দাঁড়িয়ে স্পষ্ট জবাব ভারতীয় শাটলারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইরানে (Iran) নারীদের নিয়ে ঘনিয়ে ওঠা অস্বস্তিকর অবস্থার কথা কারোর অজানা নয়। দেশের সরকার নারীদের রাস্তায় বাধ্যতামূলকভাবে হিজাব পরিধান করার আদেশ দিয়েছে যার বিরোধিতা স্বরূপ একাধিক প্রতিবাদ কর্মসূচি দেখা গিয়েছে। কিছু মাস আগে ফুটবল বিশ্বকাপেও ইরানের ম্যাচগুলিতে কাতারের গ্যালারি জুড়ে থাকতো ইরানের মহিলাদের পাশে দাঁড়ানোর বার্তা। কিন্তু এবার ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ‘তানিয়া হেমন্ত’কে-ও (Tanya Hemanth) এই হিজাব বিতর্কের অংশ হতে হলো।

ইরানে আয়োজিত ফজর ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে (Fajr International Challenge badminton tournament) এই ঘটনা ঘটে যা নিয়ে গোটা বিশ্বে শোরগোল আরম্ভ হয়েছে। গত রবিবার ব্যাডমিন্টন টুর্নামেন্টে সিঙ্গেলসে স্বর্ণপদক জিতেছেন ভারতের ১৯ বছর বয়সী শাটলার তানিয়া হেমন্ত। কিন্তু তার এই জয়ের চেয়ে বেশি চর্চিত হচ্ছে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ও ইরানের টুর্নামেন্ট আয়োজকদের বিকৃত মনোভাব নিয়ে। স্বর্ণপদক হাতে নিতে হলে হিজাব পরতেই হবে, এমন নীতি মানার পরেই শিরোপা হাতে তুলে দেওয়া হয়েছে বেঙ্গালুরুর তানিয়া হেমন্তর হাতে।

tanya hijab gold

তবে চুপচাপ তাদের এই স্বৈরাচারী নীতি মেনে নেয়নি তানিয়ার কাছে হেরে ওই টুর্নামেন্টে দ্বিতীয় হওয়া তাসনিম মীর (Tasnim Mir) তাসনিমের বাবা ইরফান সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে কিভাবে তাদের ইরানের সংস্কৃতি মানতে বাধ্য করা হয় এবং তারপরে তার মেয়ে টুর্নামেন্ট উদ্যোক্তাদের ভারতকে সম্মান জানাতে বাধ্য করেছেন। এই টুর্নামেন্টে তিনি তানিয়ার আগে শীর্ষ বাছাই হিসেবে সুযোগ পেয়েছিলেন। ১৬ বছর বয়সী এই কন্যা ইরানের এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বিশ্ব অনূর্ধ্ব ১৯ মহিলা ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে রেখেছিলেন।

তাসনিম জাতীয় সঙ্গীত শুরু হওয়ার আগে অনেক উদ্যোক্তাদের বসে থাকতে দেখে দাঁড়িয়ে যান। তারপর তিনি সরাসরি তাদেরকে জানান যে তাদের ভারতের জাতীয় সঙ্গীত চলার সময় দাঁড়িয়ে ভারতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। ভারতীয় শাটলাররা যেমন তাদের সংস্কৃতিকে সম্মান জানাচ্ছেন তেমনি তাদেরও ভারতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।

মেয়ের এমন সাহস দেখে গর্বিত তার বাবা ইরফান। তিনি জানিয়েছেন যে তার মেয়ে গুজরাটে সাধারণত হিজাব পরিধান করে না। দুর্ভাগ্যবশত ফাইনালে তানিয়ার সামনে কোনওরকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি আর এক তাসনিম। স্ট্রেট সেটে তাকে উড়িয়ে দিয়ে শিরোপা নিজের নামে করে নিয়েছিলেন তানিয়া। ৩০ মিনিটের মধ্যে ২১-৭ এবং ২১-১১ ব্যবধানে দুটি সেট জিতে নেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর