বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপের (Tata Group) সবচেয়ে বড় IPO-র তারিখ প্রকাশ করা হয়েছে। মূলত, কোম্পানিটি মাসের শেষ দিনে শেয়ার বাজারে আত্মপ্রকাশ করবে। তথ্য অনুসারে, টাটা ক্যাপিটালের ২ বিলিয়ন ডলার (প্রায় ১৭,২০০ কোটি টাকা) IPO আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে আসবে।
আসছে টাটা গ্রুপের (Tata Group) সবথেকে বড় IPO:
ইতিমধ্যেই মঙ্গলবার বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলি জানিয়েছে যে, টাটা ক্যাপিটালের ইস্যুটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেয়ার বাজারে লিস্ট হতে পারে এবং এটি সম্ভবত ২০২৫ সালের সবচেয়ে বড় IPO হতে পারে। উল্লেখ্য যে, টাটা গ্রুপের (Tata Group) কোম্পানিটি অগাস্ট মাস থেকে হংকং থেকে শুরু করে সিঙ্গাপুর, লন্ডন, নিউ ইয়র্ক এবং ভারতের প্রধান শহরগুলিতে IPO সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করার জন্য অনুষ্ঠানের আয়োজন করে। যেগুলিতে, বিশ্বব্যাপী এবং দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জোরালো অংশগ্রহণ দেখা যায়।
টাটা সন্সও তাদের অংশীদারিত্ব ত্যাগ করবে: সূত্র অনুযায়ী, বিনিয়োগকারীদের সঙ্গে সফল যোগাযোগের ফলে কোম্পানির ভ্যালুয়েশন ১৮ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে এপ্রিল মাসে গোপনীয় চ্যানেলের মাধ্যমে IPO নথি দাখিল করার সময় ভ্যালুয়েশন ১ বিলিয়ন ডলার ছিল।
আরও পড়ুন: আর নয় অপেক্ষা! সেপ্টেম্বরেই শুরু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা? মিলল বড় আপডেট
অগাস্টে দাখিল করা সংশোধিত খসড়া নথি অনুসারে, টাটা ক্যাপিটালের IPO-তে ২১ কোটি নতুন শেয়ার ইস্যু এবং ২৬.৫৮ কোটি শেয়ারের অফার ফর সেল (OFS) থাকবে। এতে, প্রোমোটার কোম্পানি টাটা সন্স ২৩ কোটি শেয়ার বিক্রি করবে এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) ৩.৫৮ কোটি শেয়ার বিক্রি করবে। জানিয়ে রাখি যে, বর্তমানে, টাটা ক্যাপিটালে টাটা সন্সের ৮৮.৬ শতাংশ শেয়ার রয়েছে এবং IFC-র ১.৮ শতাংশ শেয়ার রয়েছে।
আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান! ২০২৬-এ ভারতে সম্পন্ন হতে চলেছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
১৮ মাসের মধ্যে দ্বিতীয় IPO: জানা গিয়েছে যে, IPO থেকে সংগৃহীত ফান্ড টিয়ার-১ মূলধন সংগ্রহ এবং লোন পোর্টফোলিও সম্প্রসারণের জন্য ব্যবহার করা হবে। সামগ্রিক বিষয়টি সফল হলে, এটিই হবে দেশের ফাইন্যান্স সেক্টরে বৃহত্তম পাবলিক ইস্যু। উল্লেখ্য যে, টাটা গ্রুপ (Tata Group) সাম্প্রতিক বছরগুলিতে দ্বিতীয়বারের মতো তাদের একটি ইউনিট লিস্টিং করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, টাটা টেকনোলজিস ২০২৩ সালের নভেম্বরে শেয়ার বাজারে আত্মপ্রকাশ করেছিল। যার IPO অসাধারণ সাড়া পেয়েছিল। এছাড়াও, কোম্পানির লিস্টিংও সবাইকে আকৃষ্ট করেছিল। সেই রেশ বজায় রেখেই এবারও টাটার (Tata Group) IPO দুর্দান্ত সাড়া পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, টাটা ক্যাপিটালের IPO টাটা টেকনোলজির রেকর্ডও ভেঙে দিতে পারে।