বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) বর্ষীয়ান শিল্পপতি রতন টাটাকে (Ratan Tata) চেনেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। তিনি তাঁর একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় সবসময় থাকেন খবরের শিরোনামে। শুধু তাই নয়, টাটা গ্রুপের (Tata Group) সাফল্যের পেছনেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপিত করব যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, টাটা গ্রুপ দেশের একমাত্র সংস্থা হয়ে উঠেছে যারা ভারতের মুখ বাঁচিয়েছে।
হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে খানিক চমকে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপ ভারতের একমাত্র সংস্থা হিসেবে বিশ্বের শীর্ষ ৫০ টি সংস্থার মধ্যে বিশেষ মর্যাদা পেয়েছে। বিষয়টি একটু খুলে বলা যাক। বিদেশি গ্লোবাল ইনোভেশন সার্ভেতে বিশ্বের শীর্ষ ৫০ কোম্পানির তালিকায় টাটাই একমাত্র ভারতীয় কোম্পানি হিসেবে স্থান পেয়েছে।
মূলত ওই সমীক্ষাতে সেই সমস্ত সংস্থাগুলিকে স্থান দেওয়া হয়েছে যেগুলি আইডিয়েশনের উপর কাজ করে। অর্থাৎ, কোম্পানিগুলিতে নতুন নতুন আইডিয়ার ভিত্তিতে কাজ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, সার্ভেতে প্রকাশিত তালিকা অনুযায়ী সেখানে স্থান করে নিয়েছে ২৫ টি মার্কিন সংস্থা। এর পাশাপাশি, চিনের মোট ৮ টি সংস্থা রয়েছে।
আরও পড়ুন: ঘুরে গেল খেলা! চিনকে বড় ঝটকা দিল ভারত, “Made in India” স্মার্টফোনের রপ্তানিতে তৈরি হল নজির
এমতাবস্থায় আমরা যদি ওই তালিকার শীর্ষ ১০ কোম্পানির দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমেরিকার ৬ টি কোম্পানি রয়েছে। পাশাপাশি, চিনের রয়েছে ২ টি কোম্পানি। এছাড়াও দক্ষিণ কোরিয়া এবং জার্মানির যথাক্রমে ১ টি করে কোম্পানি রয়েছে। এদিকে, তালিকায় শীর্ষ ২০ সংস্থার মধ্যে টাটা গ্রুপই একমাত্র ভারতীয় সংস্থা। যেটি ২০ নম্বর স্থানে রয়েছে।
আরও পড়ুন: IPL-র আগে ঝড় তুললেন রিঙ্কু সিং! ফিল সল্টও দেখালেন কামাল, স্বস্তিতে KKR
প্রথম স্থানে রয়েছে এই কোম্পানি: উল্লেখ্য যে, এই তালিকায় প্রথম স্থান দখল করেছে আমেরিকার অন্যতম বৃহৎ কোম্পানি Apple। পাশাপাশি, দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত ইলন মাস্কের টেসলা।