বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে বিবেচিত হয় টাটা গ্রুপ (Tata Group)। এবার টাটা গ্রুপের প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই গ্রুপ টাটা ইলেকট্রনিক্সে অতিরিক্ত ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। যার ফলে গত এক বছরে মোট বিনিয়োগ ৪,৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই বিনিয়োগ মূলত iPhone উৎপাদন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রকল্পগুলির সম্প্রসারণে সহায়তা করবে। উল্লেখ্য যে, টাটা ইলেকট্রনিক্স গুজরাট এবং আসামে নতুন কারখানা এবং অ্যাসেম্বলি ইউনিট স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
বড় পদক্ষেপ টাটা গ্রুপের (Tata Group):
কোম্পানি রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, টাটা গ্রুপ টাটা ইলেকট্রনিক্সে আরও ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে, টাটা ইলেকট্রনিক্স Apple-এর জন্যে চুক্তিতে iPhone তৈরি করে। গত অক্টোবরে করা এই ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমে, টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্স গত ১ বছরে টাটা ইলেকট্রনিক্সে মোট ৪,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

এই ফান্ডিং টাটা ইলেকট্রনিক্সের উৎপাদন ক্ষমতা সম্প্রসারণের জন্য পেরেন্ট কোম্পানির লাগাতার সহায়তার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। জানিয়ে রাখি যে, টাটা ইলেকট্রনিক্স বর্তমানে ভারতে Apple-এর জন্য iPhone-এর বৃহত্তম প্রস্তুতকারীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। যার বেশিরভাগ উৎপাদন আমেরিকা এবং ইউরোপে পাঠানো হয়।
আরও পড়ুন: বড় খবর! মিউচুয়াল ফান্ডের নিয়মে পরিবর্তন করল SEBI, প্রভাবিত হবেন বিনিয়োগকারীরা?
আরও বিনিয়োগের অনুমান: ফাইলিংয়ে আরও প্রকাশিত হয়েছে যে, কোম্পানিটি তার অনুমোদিত শেয়ার মূলধন দ্বিগুণ করে ২০,০০০ কোটি করেছে। যেটি ইঙ্গিত দেয় যে, পেরেন্ট কোম্পানি থেকে আরও ফান্ড সংগ্রহ সম্ভব। এদিকে, টাটা ইলেকট্রনিক্স বিনিয়োগের নেপথ্যের কারণ স্পষ্টভাবে জানায়নি। তবে, ফাইলিংয়ে বলা হয়েছে যে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ইক্যুইটি শেয়ার ইস্যু করার মাধ্যমে অতিরিক্ত দীর্ঘমেয়াদী ফান্ডের প্রয়োজন। এদিকে, কোম্পানির মুখপাত্র ET-কে জানিয়েছে যে এই বিষয়ে কোনও মন্তব্য করা হবে না।
আরও পড়ুন: ফের বাজিমাত মুকেশ আম্বানির! এবার এই জনপ্রিয় কোম্পানিও রিলায়েন্সের দখলে
টাটা গ্রুপের চুক্তি: জানিয়ে রাখি যে, চলতি মাসের শুরুতে, টাটা গ্রুপ এবং চিপ প্রস্তুতকারী সংস্থা ইন্টেল একটি চুক্তি সম্পন্ন করে। এই চুক্তির ফলে টাটা ইলেকট্রনিক্স আসন্ন কারখানাগুলিতে ভারতীয় বাজারের জন্য ইন্টেল প্রোডাক্ট তৈরি করতে পারবে। প্যাকেজিং এবং অ্যাডভান্স প্যাকেজিং-এর ক্ষেত্রে এই সহযোগিতা অন্বেষণ করা হবে। এছাড়াও, এই দুই কোম্পানি ভারতের কনজিউমার এবং এন্টারপ্রাইজ বাজারের জন্য কাস্টমাইজড AI PC সলিউশন দ্রুত বৃদ্ধি করার সুযোগগুলিও অন্বেষণ করবে।












