বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ওই দুর্ঘটনায় প্রাণ হারান মোট ২৬০ জন। এমতাবস্থায়, ক্ষতিগ্রস্তদের পরিবাররের সাহায্যের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল টাটা গ্রুপ (Tata Group)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৫০০ কোটি টাকার একটি ট্রাস্ট গঠনের ঘোষণা করেছে। যেটির নাম হবে AI-171 মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট।
বড় পদক্ষেপ টাটা গ্রুপের (Tata Group):
ওই ট্রাস্টের এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পরিবার তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী সহায়তা পাবে। PTI-এর খবর অনুযায়ী, টাটা সন্স (Tata Group) এবং টাটা ট্রাস্ট এই ট্রাস্টের জন্য ২৫০ কোটি টাকা করে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এই ট্রাস্টটি মুম্বাইতে একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে রেজিস্টার হয়েছে।
কারা সাহায্য পাবেন: খবর অনুযায়ী, টাটা সন্স (Tata Group) এক বিবৃতিতে জানিয়েছে যে, এই ট্রাস্ট মৃতদের ওপর নির্ভরশীল, আহত ব্যক্তি এবং এই দুর্ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করবে। এছাড়াও, ট্রাস্টটি সেইসব প্রাথমিক প্রতিক্রিয়াশীল, চিকিৎসা ও দুর্যোগ ত্রাণ কর্মী, সমাজকর্মী এবং সরকারি কর্মচারীদের সহায়তা প্রদান করবে যাঁরা ওই ভয়াবহ দুর্ঘটনার পরে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের বিরাট চমক! সই ৩ বিদেশির, মেসির দেশ থেকে আসছেন ফুটবলার, কী জানালেন কোচ?
ট্রাস্ট কীভাবে সাহায্য করবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এআই-১৭১ মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ৫ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে। সদস্যদের মধ্যে, টাটার (Tata Group)প্রাক্তন আধিকারিক এস পদ্মনাভন এবং টাটা সন্সের জেনারেল কাউন্সেল সিদ্ধার্থ শর্মাকে ট্রাস্টি হিসেবে নিযুক্ত করা হয়েছে। বাকি ৩ জন ট্রাস্টি শীঘ্রই নিয়োগ করা হবে। এই ট্রাস্টের মূল লক্ষ্য হল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, গুরুতর আহতদের চিকিৎসা সহায়তা প্রদান এবং আহমেদাবাদের বি.জে. মেডিকেল কলেজের ক্ষতিগ্রস্ত হোস্টেল পরিকাঠামো পুনর্নির্মাণে সহায়তা করা।
আরও পড়ুন: ৩ সেপ্টেম্বরে বড় চমক! লঞ্চ হবে Maruti Suzuki-র প্রথম ইলেকট্রিক গাড়ি, রেঞ্জ ৫০০ কিমি, দাম কত?
১২ জুন ভয়াবহ আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনা ঘটে: বিবৃতি অনুসারে, প্রয়োজনীয় ট্যাক্স রেজিস্ট্রেশন এবং অন্যান্য অপারেশনাল কাজ সম্পন্ন করার পর ট্রাস্টটি (Tata Group) সম্পূর্ণ আন্তরিকতার সাথে বাস্তবায়িত হবে। জানিয়ে রাখি যে, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান (বোয়িং ৭৮৭-৮) উড়ানের কিছুক্ষণ পরেই দুর্ঘটনার সম্মুখীন হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ২৬০ জন নিহত হয়েছিলেন। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। যাদের মধ্যে মাত্র ১ জন ওই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন।