বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতে (India) iPhone উৎপাদন শুরু করবে টাটা গ্রুপ (Tata Group)। মূলত, উইস্ট্রনের (Wistron) ক্রিয়াকলাপগুলি অধিগ্রহণের পরে, টাটা ইলেকট্রনিক্স (Tata Electronics) ভারত এবং গ্লোবাল মার্কেট উভয়ের জন্যই iPhone তৈরি করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার X মাধ্যমে বিষয়টি ঘোষণা করেছেন।
তিনি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের মাধ্যমে ভারত স্মার্টফোন উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠছে। এখন মাত্র আড়াই বছরের মধ্যে, টাটা গ্রুপ দেশীয় এবং গ্লোবাল মার্কেটের জন্য iPhone তৈরি শুরু করবে।”
https://twitter.com/Rajeev_GoI/status/1717852648064598105?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet
পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী উইস্ট্রন কর্পোরেশন কোম্পানির ওই ঘোষণার বিষয়টিও তুলে ধরেছেন যার অধীনে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস, ২৭ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে, তার সাবসিডিয়ারি কোম্পানি SMS ইনফোকম (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড এবং উইস্ট্রন হংকং লিমিটেডকে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড (TEPL)-এ শেয়ার ক্রয় চুক্তির জন্য অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে এই গ্রহগুলির “মহাগোচর”, টাকার বৃষ্টি সহ সম্পদ বৃদ্ধি ঘটবে ৫ টি রাশির, জেনে নিন এখনই
এই চুক্তির অধীনে, উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড (WMMI)-এর উইস্ট্রন কর্প-এর ১০০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। যার আনুমানিক মূল্য ১২.৫ কোটি ডলার। সমস্ত পক্ষ প্রয়োজনীয় চুক্তিতে স্বাক্ষর করার পরে, উইস্ট্রন এই বিষয়ে প্রয়োজনীয় ঘোষণা করবে এবং নিয়ন্ত্রক শর্তাবলী অনুসারে ফাইলিংয়ে তথ্য সরবরাহ করা হবে।
আরও পড়ুন: একবার চার্জেই ছুটবে ১০০ কিমি! জলের দামে মিলছে এই ইলেকট্রিক স্কুটার, ফিচার্স অবাক করবে
এদিকে, সূত্রকে উদ্ধৃত করে জুলাই মাসে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে, টাটা গ্রুপ Apple ইনকর্পোরেটেডের সাপ্লায়ার ফ্যাক্টরি কেনার প্রস্তুতি নিচ্ছে।