এবার মার্কিন সংস্থা ফোর্ডের প্ল্যান্ট অধিগ্রহণ করবে টাটা! সেখানেই শুরু হবে EV উৎপাদন

বাংলা হান্ট ডেস্ক: গত বছরের শেষেই অন্যতম যাত্রীবাহী গাড়ি উৎপাদনকারী সংস্থা “ফোর্ড মোটর কোম্পানি” ভারত ছাড়ার ঘোষণা করেছিল। পাশাপাশি, চলতি বছরের এপ্রিল মাসেই সানন্দে ফোর্ড কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি তার কাজ বন্ধ করে দেয়। এমতাবস্থায়, সেই প্ল্যান্টটিকেই এবার অধিগ্রহণ করার পথে অগ্রসর হচ্ছে দেশের আরেক গাড়ি উৎপাদনকারী সংস্থা টাটা মোটরস।

জানা গিয়েছে, ইতিমধ্যেই গুজরাটের সানন্দে অবস্থিত ফোর্ড মোটর কোম্পানির প্ল্যান্ট অধিগ্রহণ করার পথ ক্রমশ মসৃণ হয়েছে টাটা মোটরসের জন্য। এছাড়াও, নতুন এই প্ল্যান্টে বৈদ্যুতিক যানবাহন তৈরি করার পরিকল্পনা করছে টাটা। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারত সরকারের ঘোষিত প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের অধীনে নির্বাচিত ২০ টি বিভিন্ন সংস্থার মধ্যে ফোর্ড ইন্ডিয়া হল অন্যতম।

কিন্তু, ফোর্ড কার্যত নিশ্চিত করেছে যে, সস্থাটি আর ভারতে বিনিয়োগ করবে না। এমতাবস্থায়, ওই স্কিম থেকে তাদের আবেদন প্রত্যাহার করতে পারে কোম্পানিটি। শুধু তাই নয়, বিশ্বের বাজারের জন্যও ফোর্ড ভারতে ইভি তৈরির পরিকল্পনা বাতিল করেছে বলে জানা গিয়েছে। আর এই আবহে ফোর্ডের প্ল্যান্টটি টাটাদের অধীনে এলে রাজ্য সরকার অবশিষ্ট সময়ের জন্য সমস্ত ধরনের ছাড় দেবে এই ভারতীয় সংস্থাকে।

এই প্রসঙ্গে “টাইমস অফ ইন্ডিয়া”-র একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, এই প্ল্যান্ট অধিগ্রহণের প্রস্তাবে গুজরাট মন্ত্রিসভা ইতিমধ্যেই “এনওসি” প্রদান করেছে। পাশাপাশি, সূত্র মারফত জানা গিয়েছে যে, গত সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সামনে টাটা মোটরস এবং ফোর্ডের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়।

Tata Motors loss narrows to Rs 1033 crore in March

যদিও, আর্থিক জটিলতা, শ্রমিক সমস্যা এবং অধিগ্রহণ সংক্রান্ত বেশ কিছু সুনির্দিষ্ট বিষয়ে সংস্থাগুলি এখনও নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে, সংশ্লিষ্ট বিষয়গুলিতে উভয় সংস্থা সম্মত হলে, এই দুই গাড়ি প্রস্তুতকারী সংস্থার মধ্যে একটি নির্দিষ্ট চুক্তি সম্পন্ন হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর