বড় পদক্ষেপের পথে টাটা গ্রুপ! এই রাজ্যে হবে কয়েক হাজার কোটির বিনিয়োগ, মিলল আপডেট

Published on:

Published on:

Tata Group will invest thousands of crores in this state.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপ (Tata Group) এবার উত্তরপ্রদেশে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই প্রসঙ্গে, টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন গতকাল লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন। জানা গেছে যে, ওই বৈঠকে উত্তরপ্রদেশে টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানির বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র সহ মোটর ভেহিক্যাল প্ল্যান্ট সম্প্রসারণ এবং ৬০ টি হোটেল নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলির পরিপ্রেক্ষিতে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। তবে, মোট বিনিয়োগের পরিমাণ কত হবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

উত্তরপ্রদেশে বিপুল বিনিয়োগের পরিকল্পনা টাটা গ্রুপের (Tata Group):

উত্তরপ্রদেশে তাজ গ্রুপের নতুন ৬০ টি হোটেল: ওই বৈঠকে টাটা সন্সের চেয়ারম্যান মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথকে জানান যে, ওই রাজ্যে বর্তমানে তাজ হোটেল, সিলেকশনস এবং ভিভান্তার মতো নামীদামী ব্র্যান্ডের ৩০ টি হোটেল নির্মাণের কাজ চলছে। এর ফলে রাজ্যে ১,৯০০ বিলাসবহুল হোটেল কক্ষ বৃদ্ধি পাবে। এছাড়াও, ২০২৬ সালের মধ্যে ৩০ টি নতুন হোটেল নির্মাণের পরিকল্পনাও চলছে।

Tata Group will invest thousands of crores in this state.

এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এন. চন্দ্রশেখরন বলেন যে, নয়ডায় টাটা গ্রুপের একটি স্টেট অফ আর্ট সিগনেচার হোটেলও প্রস্তাবিত রয়েছে। যার ফলে উত্তরপ্রদেশ ভারতের দ্রুততম বর্ধনশীল হসপিটালিটি মার্কেট হিসেবে আবির্ভূত হবে। এছাড়াও, টাটা গ্রুপের সহযোগিতায় অযোধ্যায় প্রস্তাবিত ‘মিউজিয়াম অফ টেম্পল’ প্রকল্পের নির্মাণ কাজের প্রথম ধাপ ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার ওপরেও বিশেষ জোর দেওয়া হয়। ওই মিউজিয়ামে অত্যাধুনিক প্রযুক্তি সহ প্রদর্শনী তৈরি করা হচ্ছে। যেটি ভারত এবং বিদেশের পর্যটকদের জন্য একটি অনন্য আকর্ষণ হবে। এর পাশাপাশি, আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মথুরা-বৃন্দাবন এলাকায়, মানসী গঙ্গা কুণ্ড থেকে শুরু করে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, অষ্টকাশি কুণ্ড, নারী সেমরি কুণ্ড, গরুড় গোবিন্দ কুণ্ড, কৃষ্ণ কুণ্ড সহ ৮ টি প্রধান কুণ্ডের সংস্কার এবং রাজ্যের প্রধান গঙ্গা ঘাটগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংরক্ষণ কাজে সহায়তা প্রদান করবে টাটা গ্রুপ।

নয়ডা টাটার কর্পোরেট হাব হবে: রিপোর্ট অনুসারে, টাটা গ্রুপ দেশের রাজধানী শহর দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের শহর নয়ডাকে তাদের কর্পোরেট হাব হিসেবে বিবেচিত করবে। টাটা গ্রুপ বর্তমানে সেখানে ৪ কে ৫ টি ভবন নির্মাণ করছে। সেগুলি পর্যায়ক্রমে নির্মিত হচ্ছে এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সেগুলিকে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। সেগুলি সম্পন্ন হওয়ার পর নয়ডা টাটার বাণিজ্যিক ও কর্পোরেট হাব হয়ে উঠবে। এই গ্রুপটি শহরে একটি স্টেট অফ দি আর্ট সিগনেচার হোটেলও তৈরি করছে।

আরও পড়ুন: বজায় আম্বানির দাপট! ২০২৫-এ আয়ের দিক থেকে রইলেন প্রথম স্থানে, কোথায় দাঁড়িয়ে আদানি?

২ টি নতুন বিদ্যুৎ কেন্দ্র: এদিকে, টাটা গ্রুপ আরও নিশ্চিত করেছে যে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এবং প্রয়াগরাজে ২ টি নতুন ৫০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে। এর ফলে রাজ্যে রিনিউয়েবল এনার্জি উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও, ৭৫ টি জেলায় রুফটপ সোলার সলিউশন স্থাপনের কাজও ত্বরান্বিত হবে।

আরও পড়ুন: IPL-এর সবথেকে দামি বিদেশি খেলোয়াড়! ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনল KKR

মোটর ভেহিক্যালের উৎপাদন বৃদ্ধি পাবে: ইতিমধ্যেই লখনউতে টাটা গ্রুপের একটি মোটর ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। টাটা সন্স এবার উত্তরপ্রদেশে এই সেক্টরেও তাদের বিস্তার ঘটাতে চাইছে। এমতাবস্থায়, উত্তরপ্রদেশে একটি ডেডিকেটেড ইলেকট্রিক ভেহিক্যাল (EV) ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
যেখানে EV-র নতুন মডেল তৈরির পাশাপাশি ইলেকট্রিক বাস তৈরি এবং একটি EV ইকোসিস্টেম ডেভেলপমেন্টের পরিকল্পনা সামিল রয়েছে।