দূষণ মুক্ত ভারত গড়তে বড় উদ্যোগ, ISRO-র সঙ্গে হাত মিলিয়ে Green বাস আনছে টাটা

বাংলা হান্ট ডেস্কঃ রাস্তায় এবার দূষণহীন বাস আনতে চলেছে টাটা মোটর্স (tata motors)। এই কাজে টাটার সঙ্গে রয়েছে ইসরো (isro)। নাসার পথে হেঁটেই এবার মহাকাশ গবেষণার একটি প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমজনতার রোজকার সমস্যা মেটাতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

জানা গিয়েছে, এমন এক বাস রাস্তায় নামাতে চলেছে, যা পরিবেশ দূষণ ও বাতাসে গ্রিনহাউস গ্যাসের নির্গমনের পরিমাণ কমাতে সাহায্য করবে। কোন জীবাশ্ম জ্বালানি দ্বারা চলবে না এই বাস। যার ফলে এই বাস রাস্তায় চলার সময় উৎপন্ন হবে না একবিন্দুও গ্রিনহাউস গ্যাস।

1638875968 img 20211207 wa0013 1

এই ‘হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিকল’ বাস প্রথমে দূরপাল্লার ক্ষেত্রেই ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের বিক্রিয়া ঘটিয়েই বাস চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎশক্তি তৈরি করবে এই বাসে থাকা জ্বালানি সেল- ইসরোর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

ইসরো জানিয়েছে, এই বাস চলার সময় পরিবেশে বেরিয়ে আসবে শুধু জল আর তাপশক্তি। যার ফলে পরিবেশ ক্ষতিকারক কোন গ্যাস নির্গত হবে না। রক্ষিত হবে পরিবেশের ভারসাম্য। বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মতো বিষাক্ত গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর জন্যই টাটার হাত ধরে বাজারে এই অভিনব বাস আনতে চলেছে ইসরো।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর