5G-তে পা রাখতে চলেছে TATA, আম্বানিকে টক্কর দিতে AIRTEL-র সঙ্গে মেলাল হাত

বাংলাহান্ট ডেস্কঃ 5 g টেকনোলজির (5g network) প্রস্তুতি নিচ্ছে টাটা গ্রুপ (tata group)। এই বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল রিলায়েন্স জিও। তবে এবার এই দৌড়ে সামিল হল টাটা। এমনকি টেলিকম যন্ত্রপাতি নির্মাতা তেজাস নেটওয়ার্কের শেয়ার কেনার বিষয়েও জানিয়ে দিয়েছে।

পূর্বে রিলায়েন্সের ৪৪ তম বার্ষিক সভায় মুকেশ আম্বানি জানিয়েছিলেন, ‘দেশকে 2 g মুক্ত করে 5 g টেকনোলজি দ্রুতই নিয়ে আসা হবে। সফলভাবে উচ্চ গতি অর্জন করছে জিও। দিল্লী, মুম্বাই অনেক মেট্রো শহরে এর ট্রায়ালও চলছে। খুব শীঘ্রই ভারতে চালুর পর অন্যান্য দেশেও রপ্তানি করা হবে’।

Ratan Tata image

সূত্রের খবর, টেলিকম যন্ত্রপাতি নির্মাতা তেজাস নেটওয়ার্কের ৪৩.৩৫ শতাংশ শেয়ার কিনতে চলেছে টাটা গ্রুপস। এই চুক্তির বিষয়ে তেজাস নেটওয়ার্ক জানিয়েছে, ২৫৮ টাকা প্রতি শেয়ারে ১.৯৪ কোটি ইক্যুইটি শেয়ার ইস্যু করা হবে। যার দাম প্রায় ৫০০ কোটি টাকার থেকেও বেশি।

আরও জানা গিয়েছে, ৩.৬৮ কোটি ওয়ারেন্টের আরেকটি অগ্রাধিকার বরাদ্দ থাকবে। যা থেকে ২৫৮ টাকা হাতে প্রতি শেয়ার, অন্যান্য শেয়ারে রূপান্তরিত করা যেতে পারে। জানা গিয়েছে, প্যান্টোন ব্যবস্থাপনায় তেজাস নেটওয়ার্কের ১৩ লক্ষ ইক্যুইটি শেয়ার অর্জন করবে। যার দর ২৫৮ টাকা প্রতি ইকুইটি শেয়ারের থেকে বেশি হবে না। কিছু বছরের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ার পর, তেজাস নেটওয়ার্কের ৭২ শতাংশ টাটার হাতে চলে যাবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর