রাজ্যে ৬০০ কোটি বিনিয়োগ করবে টাটা, কর্মসংস্থান হবে ১ হাজার জনের! দাবি মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বক্তৃতার অনেকটাই জুড়ে ছিল অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনার খতিয়ান। এদিন মমতা জানান, বাংলায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা মেটালিক্সের (Tata Metaliks)। সেখানে ১ হাজার চাকরি হবে৷

আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন সকলের সামনে ৷ সেখানেই তিনি টাটা মেটালিক্সের বিনিয়োগের প্রসঙ্গ তুলে আনেন।

Untitled design 49

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন স্কিল ট্রেনিংয়ে এই মুহুর্তে বাংলা রয়েছে এক নম্বরে। আগামিদিনে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে। চর্ম শিল্পে প্রায় আড়াই লক্ষ ছেলে মেয়ে চাকরি পেয়েছে ৷ দেউচা পাচামিতে কমপক্ষে ১ লক্ষ চাকরি হবে ৷

এরপরি কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি জানান, সারা ভারতে বেকারত্ব বেড়েছে একমাত্র বাংলায় কমেছে ৷ বাংলায় ৪০ শতাংশ চাকরি বেড়েছে ৷ তাঁর কথায়, ‘আমরা চুপচাপ কাজ করি বলে কেউ জানতে পারে না ৷’

এছাড়া বাংলায় নতুন বিমানবন্দর তৈরির প্রসঙ্গ নিয়েও মমতা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় তিনটি বিমানবন্দর তৈরি হচ্ছে ৷ একটা বালুরঘাট, কোচবিহার আর মালদা ৷ রাজ্য সরকার এই বিমানবন্দর তৈরির জমি বেছে রেখেছে ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুতেই অনুমতি দিচ্ছে না। একই সঙ্গে তিনি জানান, অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে ৷ পুরুলিয়াতেও বিমানবন্দর তৈরি করবার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর